জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ১৩৬ ফ্লাইটের ৫ যাত্রীকে তল্লাশি চালিয়ে ১ কেজি ২০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৭০০ গ্রাম স্বর্ণ আটক করা হয়েছে। যার বাজার মূল্য ৩৫ লাখ টাকা।
বুধবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় ফ্লাইটটি বিমানবন্দরে অবতরণ করে।
ইয়াসমিন আক্তারের ২০০ গ্রাম স্বর্ণের মধ্যে ১০০ গ্রাম স্বর্ণ দিয়ে বাকি ১০০ গ্রাম ডিএম করা হয়।
পাঁচ যাত্রীর কাছে মোট ১ হাজার ২০০ গ্রাম স্বর্ণ ছিল। যার মধ্যে ৫০০ গ্রাম যাত্রীদের দেওয়া হয়। বাকি ৭০০ গ্রাম স্বর্ণ ডিম করা হয়।
যাত্রীদের মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান জনসংযোগ কর্মকর্তা।
প্রদা/ডিও







