চট্টগ্রাম: চট্টগ্রামের পটিয়ায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৭ এর অভিযানে ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ৫ জন মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত দুটি হাইয়েস মাইক্রোবাস ও নগদ ২ লাখ ৪৩ হাজার ৫১৫ টাকা জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—কয়েকজন মাদক ব্যবসায়ী কক্সবাজার থেকে দুটি মাইক্রোবাসযোগে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে চট্টগ্রামের দিকে আসছে। ওই তথ্যের ভিত্তিতে গত ৮ নভেম্বর ২০২৫, সকাল ৯টা ৫ মিনিটে, র্যাব-৭ এর একটি আভিযানিক দল পটিয়া থানার কাদের ফিলিং স্টেশনের সামনে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে।
চেকপোস্টে পৌঁছালে মাইক্রোবাস দুটি র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে র্যাব সদস্যরা ধাওয়া করে গাড়ি দুটির ভেতর থেকে ৫ জনকে আটক করে। আটক ব্যক্তিরা হলেন—
১️। মোঃ আব্দুল্লাহ আল মামুন (৪১), পিতা: মোঃ আব্দুল মতিন, ঠিকানা: পাটোয়ারি বাড়ি, থানা: লক্ষীপুর সদর, জেলা: লক্ষীপুর।
২️। মোঃ মাঈন উদ্দিন (৩০), পিতা: মোঃ ফিরোজ, ঠিকানা: রসুলপুর, থানা: মুরাদনগর, জেলা: কুমিল্লা।
৩️। মোঃ রাশেদুল আলম (৩৮), পিতা: আব্দুল হামিদ, ঠিকানা: হাবিবুর রহমান পাড়া, থানা: পটিয়া, জেলা: চট্টগ্রাম।
৪️। মোঃ জসিম উদ্দিন (৪১), পিতা: ছিদ্দিক আহমদ, ঠিকানা: আল্লাই, থানা: পটিয়া, জেলা: চট্টগ্রাম।
৫️। মোঃ জুনায়েদ তানভীর তরফদার (২৯), পিতা: আব্দুস সামাদ তরফদার, ঠিকানা: দাসের বাড়ি, থানা: সরিষাবাড়ী, জেলা: জামালপুর।
পরবর্তীতে গাড়ির ড্রাইভারের সিটের নিচে রাখা ছাই রঙের একটি ব্যাগ থেকে ৬০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামি, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও জব্দকৃত গাড়িসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে পটিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-৭, চট্টগ্রাম।
প্রদা/ডিও






