যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্কসংক্রান্ত কিছু জটিলতা থাকা সত্ত্বেও, মার্কিন প্রতিরক্ষা ও প্রযুক্তি সংস্থা জেনারেল ইলেকট্রিক (জিই) অ্যারোস্পেস থেকে উন্নত সংস্করণের তেজাস যুদ্ধবিমানের জন্য ১১৩টি জেট ইঞ্জিন কেনার চুক্তি সম্পন্ন করেছে ভারত।
গত শুক্রবার (৮ অক্টোবর) দুই পক্ষের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এতে ভারতের দেশীয়ভাবে উন্নয়নাধীন তেজাস যুদ্ধবিমান প্রকল্পে গুরুত্বপূর্ণ অগ্রগতি আসবে বলে মনে করা হচ্ছে।
চুক্তি অনুযায়ী, জিই ২০২৭ থেকে ২০৩২ সালের মধ্যে ধাপে ধাপে এফ৪০৪-জিই-আইএন২০ (F404-GE-IN20) মডেলের ইঞ্জিন ও সংশ্লিষ্ট সরঞ্জাম সরবরাহ করবে।
সূত্র জানায়, নতুন ৯৭টি উন্নত তেজাস বিমানের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ৬৫ হাজার কোটি টাকা। এই বিমানগুলো তৈরি করবে ভারতের রাষ্ট্রায়ত্ত মহাকাশ ও প্রতিরক্ষা সংস্থা হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (হ্যাল), নিজস্ব নকশা ও প্রযুক্তির ভিত্তিতে।
এর আগে চলতি বছরের জুনে হ্যালের চেয়ারম্যান জানিয়েছিলেন, জিই অ্যারোস্পেসের পক্ষ থেকে ইঞ্জিন সরবরাহে বিলম্ব হওয়ায় নির্ধারিত সময়সূচি অনুযায়ী তেজাস বিমান সরবরাহে দেরি হচ্ছে তাদের।
প্রদা/ডিও






