চট্টগ্রামে ধীরে ধীরে নামছে শীত। সকালে কুয়াশা, রাতে ঠান্ডা হাওয়ার সঙ্গে সঙ্গে শহরের বাজারগুলোতেও বেড়েছে শীতবস্ত্রের চাহিদা। নিউমার্কেট, রিয়াজউদ্দিন বাজার ও ফুটপাতে এখন ক্রেতাদের ভিড় বাড়ছে প্রতিদিন।
নভেম্বরের শুরু থেকেই চট্টগ্রামে শীতের আমেজ ছড়িয়ে পড়েছে। দিনে রোদ থাকলেও রাতের দিকে ঠান্ডা হাওয়া বইছে, আর সকালে কুয়াশায় ভিজে উঠছে শহর। এ অবস্থায় শীতবস্ত্র বিক্রেতারা এখন ব্যস্ত সময় পার করছেন।
চট্টগ্রামের নিউমার্কেট, আন্দরকিল্লা, রিয়াজউদ্দিন বাজার, দামপাড়া, ও মুরাদপুর এলাকায় হালকা জ্যাকেট, সোয়েটার, শাল, স্কার্ফ ও টুপি বিক্রি বাড়তে শুরু করেছে। দোকানিরা বলছেন, গত সপ্তাহ থেকেই ক্রেতাদের আনাগোনা বেড়েছে প্রায় ৩০ শতাংশ।
নিউমার্কেটের ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, “এই বছর শীত একটু আগেই নামছে মনে হচ্ছে। এখনই সোয়েটার, জ্যাকেট ও শালের বিক্রি বেড়ে গেছে। ডিসেম্বরের দিকে ব্যবসা আরও জমে উঠবে।”
ফুটপাতের হকাররাও এখন ব্যস্ত সময় পার করছেন। পুরোনো সোয়েটার, গরম কাপড় ও কম্বল বিক্রি করে প্রতিদিন ভালো আয় হচ্ছে বলে জানান কয়েকজন বিক্রেতা।
রিয়াজউদ্দিন বাজারের এক ক্রেতা জানান, “গত বছর হঠাৎ ঠান্ডা পড়েছিল, তখন ভালো পোশাক পাওয়া যায়নি। তাই এবার আগেই কিনে নিচ্ছি।”
ফুটপাতের দোকানগুলোতে এখন সবচেয়ে বেশি ভিড় দেখা যাচ্ছে সাধারণ ক্রেতাদের। অনেকেই পুরোনো কিন্তু ভালো মানের শীতবস্ত্র কিনতে আসছেন। ব্যবসায়ীরা বলছেন, ঠান্ডা একটু বাড়লেই বিক্রি আরও বাড়বে।
চট্টগ্রামের আবহাওয়া তুলনামূলক উষ্ণ হওয়ায় ভারি পোশাকের বদলে পাতলা সোয়েটার, ফুলহাতা টি-শার্ট, হালকা জ্যাকেট ও শাল-এর চাহিদা বেশি।
প্রদা/ডিও







