গত ২১ জুলাই চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন সাগরপাড় লিংক রোড এলাকায় দুবাই প্রবাসী মোহাম্মদ সামসু উদ্দিনের ওপর সংঘটিত ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৭ এর সদস্যরা মোঃ সাদ্দাম হোসেন নামে আসামিকে গ্রেফতার করেছে।
র্যাব সূত্রে জানা যায়, উক্ত ঘটনায় অজ্ঞাতনামা একদল ডাকাত ভিকটিমের গাড়ির গতিরোধ করে ভয়ভীতি প্রদর্শন করে তার সঙ্গে থাকা মালামাল ও নগদ অর্থসহ মোট ১৯ লাখ ৮২ হাজার ২০০ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
ঘটনার পর র্যাব-৭ চট্টগ্রাম অজ্ঞাত আসামিদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি ও ছায়া তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, মামলার সন্দেহভাজন পলাতক আসামি মোঃ সাদ্দাম হোসেন (৩২), পিতা– মোঃ ফারুক, সাং– দুলা মিয়ার, থানা– লালমোহন, জেলা– ভোলা চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা এলাকায় অবস্থান করছে।
এই তথ্যের ভিত্তিতে ৪ নভেম্বর ২০২৫ ইং, রাত ৮টা ১০ মিনিটের দিকে র্যাব-৭ চট্টগ্রামের একটি আভিযানিক দল চান্দগাঁও থানাধীন নুরুজ্জামান নাজির বাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে সাদ্দাম হোসেনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানায়, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।







