কক্সবাজারের চকরিয়ায় বাসের সঙ্গে সংঘর্ষে মাইক্রোবাসের পাঁচজন আরোহী নিহত হয়েছেন। আজ সকাল নয়টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ফাঁসিয়াখালীর ঢালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও তিনজন।
তাৎক্ষণিকভাবে হতাহত ব্যক্তিদের নাম–পরিচয় জানাতে পারেনি পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে থাকা যাত্রীরা গুরুতর আহত হন।
সেনাবাহিনী ও স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেএক্সের চিকিৎসক আহত একই পরিবারেরর ৫জনকে মৃত্যু ঘোষণা করে।
দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকলেও পুলিশ দ্রুত যানবাহন সরিয়ে স্বাভাবিক করে। চকরিয়া থানা পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
স্থানীয়রা বলেন, চট্রগ্রাম – কক্সবাজার মহাসড়কে প্রতিনিয়ত দুর্ঘটনা সংগঠিত হচ্ছে। ফলে অসংখ্য মানুষের প্রাণহানি ঘটছে। কোন গাড়ি ট্রাফিক আইন-কানুন মানছে না।

মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মেহেদী হাসান বলেন, কক্সবাজার থেকে চট্রগ্রামগামী যাত্রীবাহী বাস ফাঁসিয়াখালী এলাকা আসলে কক্সবাজার গামী প্রাইভেটকারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সড়ক দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। হাসপাতাল কতৃপক্ষ আহত হওয়া একই পরিবারের ৫জনকে মৃত্যু ঘোষণা করে। দুর্ঘটনাপ্রাপ্র বাস ও প্রাইভেটকার পুলিশ হেফাজতে রয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মেহেদী হাসান আরও বলেন, তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম–পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে তাঁরা পর্যটক, কক্সবাজারে বেড়াতে যাচ্ছিলেন। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করে হাইওয়ে থানায় নেওয়া হয়েছে।





