আগামী সংসদ নির্বাচন ঘিরে বিএনপির প্রার্থী চূড়ান্ত হয়েছে। এরই প্রেক্ষিতে চট্টগ্রামের ১০ আসনে বিএনপির প্রার্থীরা ঘোষণা করা হয়েছে। তবে ৬টি আসনের প্রার্থী পরে ঘোষণা করা হবে।
সোমবার, ৩ নভেম্বর বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন।
চট্টগ্রামের যে ১০টি আসনে যারা চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন তারা হলেন-চট্টগ্রাম-১ নুরুল আমিন, চট্টগ্রাম-২ সরওয়ার আলমগীর, চট্টগ্রাম-৪ কাজী সালাহউদ্দিন, চট্টগ্রাম-৫ মীর মো. হেলাল উদ্দিন, চট্টগ্রাম-৭ হুম্মাম কাদের চৌধুরী, চট্টগ্রাম-৮ এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-১০ আমির খসরু, চট্টগ্রাম-১২ এনামুল হক এনাম, চট্টগ্রাম-১৩ সরওয়ার জামাল নিজাম ও চট্টগ্রাম-১৬ মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।
এদিকে চট্টগ্রাম-৯ আসনে আবু সুফিয়ানের নাম প্রথমে ঘোষণা করা হলেও পরে স্থগিত করা হয়। প্রার্থী ঘোষণা না করা আসনগুলো হলো-চট্টগ্রাম-৩, চট্টগ্রাম-৬, চট্টগ্রাম-১১, চট্টগ্রাম-১৪ ও চট্টগ্রাম-১৫।
প্রদা/ডিও
	    	
                                
		    





