দরজায় কড়া নাড়ছে শীত। তার আগেই কমতে শুরু করেছে সবজির দাম। পুরোদমে শীত আসলে দাম আরও কমে আসবে বলে মনে করছেন বিক্রেতারা।
এদিকে গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে কিছুটা কমেছে মুরগির দাম। তবে গরু ও খাসির মাংসের দামে কোনো পরিবর্তন হয়নি।
বাজারে শীতকালীন সবজি মূলা বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়, ফুলকপি বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়, বাঁধাকপি মানভেদে ৬০ থেকে ৮০ টাকা, শিম ২৫০ থেকে ২৬০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া বেগুন ৬০ থেকে ৬৫ টাকা, কচুরমুখী, ঝিঙা ও চিচিঙ্গা ৫০ থেকে ৬০ টাকা, মিষ্টিকুমড়ো ৪০ থেকে ৫০ টাকা, দেশি গাজর ১৪০ টাকা, চায়না গাজর ১২০ টাকা, দেশি শসা ৭০ থেকে ৮০ টাকা, করলা ১০০ টাকা, কাঁকরোল ১০০ টাকা, ঢ্যাঁড়স ৭০ টাকা, পটল ৭০ টাকা, বরবটি ৭০ টাকা, কচুর লতি ৬০ টাকা, কচুরমুখী ১০০ টাকায় বিক্রি হচ্ছে। আলু ২০ থেকে ২৫ টাকা, পেঁপে ৪০ টাকা, লাউ ৮০ থেকে ৯০ টাকা, চালকুমড়া ৭০ থেকে ৮০ টাকা, প্রতি হালি কাঁচা কলা ৪০ টাকা, প্রতি হালি লেবু বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকায়। শাকের মধ্যে কচুশাক ৪০ টাকা, মিষ্টিকুমড়া শাক ৫০ টাকা, পুঁইশাক ৪০ টাকা ও লালশাক ৫০ টাকায় বিক্রি হচ্ছে। টমেটো ৮০ থেকে ৯০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচামরিচ ২৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।
বাজারে বাগদা প্রতি কেজি ৯০০ টাকা, গলদা চিংড়ি ৮৫০ ও ছোট চিংড়ি ৭০০ টাকায় বিক্রি হচ্ছে। বড় রুই ৪৫০ থেকে ৫৮০ টাকায় বিক্রি হচ্ছে। কাতলা মাছ ৩৬০ থেকে ৪৫০ টাকায় বিক্রি হচ্ছে। কোরাল মাছ ৭০০ থেকে ৯০০ টাকা, তেলাপিয়া ২৫০ টাকা, সিলভার কার্প ২৫০, পাবদা ৪০০, রূপচাঁদা ৮৫০ ও টেংরা ৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
প্রদা/ডিও







