শতবর্ষী বাণিজ্য সংগঠন চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদের নির্বাচন দুই সপ্তাহ স্থগিত করেছেন আদালত। ফলে আগামী শনিবার (১ নভেম্বর) চিটাগাং চেম্বারের নির্বাচন হচ্ছে না।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাত সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ এ রায় দেন।
চিটাগাং চেম্বারের যুগ্ম সচিব নুরুল আবছার চৌধুরী এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মনোয়ারা বেগমের স্বাক্ষরিত (স্মারক নম্বর ০৫.৪২.২০০০.০১১.৯৯.০১৫.২৫.১৫৬ তারিখ ৩০ অক্টোবর ২০২৫) বিজ্ঞপ্তির মাধ্যমে পূর্ব ঘোষিত তফসিল অনুসারে ১ নভেম্বর ভোট গ্রহণ কার্যক্রম মহামান্য হাইকোর্টের সিভিল পিটিশন ফর লিভ টু আপিল (নম্বর-৪১৭৬/২০২৫) এর আদেশ প্রতিপালনে স্থগিত করা হলো। ইতোমধ্যে সিসিসিআই নির্বাচন কমিশন ও চেম্বার কর্তৃপক্ষ কর্তৃক বিদ্যুৎ বিভাগ, ফায়ার সার্ভিস, সিভিল সার্জন, সিটি করপোরেশন, ট্রাফিক, আনসার, পুলিশ ও সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট দপ্তরে প্রেরিত পত্রের কার্যক্রম স্থগিত থাকবে।
প্রদা/ডিও






