ফটিকছড়ির ভূজপুর থানাধীন চিকনছড়া গ্রাম থেকে ৫১ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৭।তারা হলেন- মো.নুরন্নবী (৪৩), মো.আবুল বাশার (২৭) ও মো.আব্দুল করিম (৩০)।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, চিকনছড়া এলাকায় অহিদুর রহমান সওদাগরের বসত ঘরে মাদকদ্রব্য গাঁজা মজুদ করে বিক্রির উদ্দেশ্যে অবস্থান করার গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৬ অক্টোবর) অভিযান চালানো হয়।ঘটনাস্থলে পৌঁছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে মো.নুরন্নবী, মো.আবুল বাশার ও মো.আব্দুল করিম কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে তাদের গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে বসত ঘরের শয়ন কক্ষে খাটের নিচ থেকে ৩টি প্লাস্টিকের বস্তার ভিতরে স্কচটেপ দ্বারা মোড়ানো ৫১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য গাঁজা খাগড়াছড়ি জেলার সীমান্তবর্তী এলাকা থেকে স্বল্পমূল্যে কিনে পরবর্তীতে চট্টগ্রাম জেলা এবং মহানগরীর বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের কাছে খুচরা ও পাইকারি দামে বিক্রি করে আসছে।উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৮ লাখ টাকা। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে ভূজপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।