প্রায় ৩ মাস পানিতে ডুবে থাকার পর উন্মুক্ত হয়েছে রাঙামাটির পর্যটনের প্রধান আকর্ষণ ঝুলন্ত সেতুটি। গতকাল শুক্রবার সকাল থেকে সেতুটি পর্যটকদের ভ্রমণের জন্য উন্মুক্ত করে দিয়েছে কর্তৃপক্ষ। এতে বেড়েছে পর্যটকের ভিড়।
রাঙামাটি পর্যটন করপোরেশন কর্তৃপক্ষ জানায়, প্রতি বছর কাপ্তাই লেকের পানি বাড়লে সেতুটি পানিতে ডুবে যায়। কখনো ১ মাস আবার কখনো ২ মাস মতো ডুবে থাকে। তবে চলতি বছরে হ্রদের পানি বেড়ে গিয়ে ৪ ফুট পর্যন্ত ডুবে ছিল সেতুটি। পরে ধীরে ধীরে পানি কমতে কমতে ২৩ অক্টোবর সেতুর পাটাতন থেকে পানি নেমে যায়। সেতুটি মেরামত ও রঙ করে শুক্রবার থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়।
রাঙামাটি পর্যটন হলিডে কমপ্লেক্সের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা বলেন, প্রায় তিন মাস পানিতে সেতুটি ডুবে থাকার পর বৃহস্পতিবার সেতুর পাটাতন থেকে পানি নেমে গেছে। শুক্রবার থেকে পর্যটকদের জন্য সেতুটি উন্মুক্ত করে দেয়া হয়েছে। প্রথম দিনে এক হাজারেরও বেশি পর্যটকের সমাগম ঘটেছে। আশা করছি সামনের যে পর্যটন মৌসুম রয়েছে, সেই সময় ব্যাপক পর্যটকের সমাগম ঘটবে।
প্রসঙ্গত, চলতি বছরের ৩০ জুলাই থেকে কাপ্তাই হ্রদের পানি বাড়ার কারণে হ্রদের পানিতে ডুবে যায় পর্যটন কেন্দ্রের ঝুলন্ত সেতুটি। ৮৬ দিন পর বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ঝুলন্ত সেতুটি ভেসে উঠে।
প্রদা/ডিও







