আজ শুক্রবার (২৪ অক্টোবর) কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক বিমান উড্ডয়ন কমিটির সভাপতি গ্রুপ ক্যাপ্টেন মো. নুর-ই-আলম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এ তথ্য নিশ্চিত করেছেন। এ বিষয়ে আগামী রোববার প্রজ্ঞাপন জারি হবে বলেও জানান তিনি।
এর আগে গত ১২ অক্টোবর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করে। যদিও বিমানবন্দরটির প্রায় ১১ হাজার বর্গফুট আয়তনের নতুন টার্মিনাল ভবন নির্মাণকাজ এখনো পুরোপুরি শেষ হয়নি।
সিভিল এভিয়েশন সূত্র জানিয়েছে, মূলত আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা করার জন্য যেসব সুযোগ-সুবিধা থাকা দরকার, সেগুলোর সবই এখনো সম্পন্ন হয়নি। এমনকি কোনো বিদেশি এয়ারলাইন্স এখনো ফ্লাইট পরিচালনা নিশ্চিত করেনি।
এ মাসেই কক্সবাজার থেকে আন্তর্জাতিক বিমানের ফ্লাইট শুরুর ঘোষণাও দিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
তিনি বলেছিলেন, একটি আন্তর্জাতিক ফ্লাইট দিয়েই যাত্রা শুরু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের। পরবর্তীতে ধাপে ধাপে যুক্ত হবে আরও ফ্লাইট।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানিয়েছিল, প্রথম পর্যায়ে কক্সবাজার–ঢাকা–কলকাতা–কক্সবাজার রুটে সপ্তাহে একটি ফ্লাইট চালুর পরিকল্পনা ছিল। পরবর্তী সময়ে যাত্রী চাহিদা বিবেচনায় ধাপে ধাপে ফ্লাইট সংখ্যা বাড়ানোর চিন্তা ছিল।
প্রদা/ডিও







