শীতের আগমন বার্তায় বাজারে সরবরাহ বেড়েছে শীতকালীন শাক-সবজির। ফলে গত সপ্তাহের তুলনায় সবজির দামে স্বস্তি ফিরেছে। কমতে শুরু করেছে মুরগি-ডিমের দামও। তবে মাছ-মাংসের দাম অপরিবর্তিত আছে।
শুক্রবার (২৪ অক্টোবর) নগরের বহদ্দারহাট, চকবাজার, কাজীর দেউড়ি কাঁচা বাজার, সবজির আড়ত ও রিয়াজউদ্দিন বাজারে কাঁচা বাজারে গিয়ে এসব তথ্য পাওয়া যায়।
বাজারে গত সপ্তাহে শীতকালীন সবজি মূলা বিক্রি হয় ১০০ টাকায়। আজ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৫০ টাকায়। বাঁধাকপি ৯০ থেকে ১০০ টাকা, শিম ২২০ টাকায় বিক্রি হচ্ছে। শিম বিক্রি হচ্ছে প্রতিকেজি ১২০ টাকায়। গত সপ্তাহে ফুলকপি প্রতিকেজি ২০০ টাকা বিক্রি হয়। সপ্তাহের ব্যবধানে ফুলকপি রিয়াজউদ্দিন বাজারে প্রতিকেজি ১২০ টাকা ও ভ্রাম্যমাণ দোকানে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। বাঁধাকপি বাজারে ৬০ টাকা ও ভ্রাম্যমাণ দোকানে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। বেগুন বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকায়।
দাম কমেছে টমেটো, মিষ্টিকুমড়া, কচুরমুখী, ঝিঙা ও চিচিঙ্গার। ১৪০ টাকার টমেটো এখন ১২০ টাকা, ৬০ থেকে ৭০ টাকায় কচুরমুখী, ঝিঙা ও চিচিঙ্গার দাম এখন ৫০ থেকে ৬০ টাকা। মিষ্টিকুমড়া বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়। বাজারে প্রতি কেজি গাজর ১৪০ টাকা, শসা ৭০ থেকে ৮০ টাকা, করলা ১০০ টাকা, কাঁকরোল ১০০ টাকা, ঢেঁড়স ৭০ টাকা, পটল ৭০ টাকা, বরবটি ৭০ টাকা, কচুর লতি ৬০ টাকা, কচুরমুখী ১০০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচামরিচ ২০০ টাকায় বিক্রি হচ্ছে। ধনেপাতা কেজিতে ৫০ টাকা কমে বিক্রি হচ্ছে ২০০ টাকায়।
প্রদা/ডিও







