দারুণ শুরু, কিন্তু হতাশাজনক সমাপ্তি—এভাবেই শেষ হলো বাংলাদেশের ইনিংস। হাতে ছিল ৮ উইকেট, অথচ শেষ ৭৮ বলে ৬ উইকেট হারিয়ে মাত্র ৭৭ রান! ফলে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৯৬ রানে থেমেছে লাল-সবুজরা। সিরিজ জিততে ওয়েস্ট ইন্ডিজকে করতে হবে ২৯৭ রান।
টস জিতে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত সূচনা করেন দুই ওপেনার সাইফ হাসান ও সৌম্য সরকার। দুজনের ব্যাটে আসে ঝলমলে ১৭৬ রানের জুটি—যা বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ওপেনিং পার্টনারশিপ।
সাইফ খেলেছেন ৭২ বলে ৮০ রানের ইনিংস, ৬টি চার ও ৬টি ছক্কার মারে। রস্টন চেজের বলে বড় শট খেলতে গিয়ে ক্যাচ তুলে ফেরেন তিনি।
অন্য ওপেনার সৌম্য সরকারও ছিলেন দুর্দান্ত ফর্মে। সেঞ্চুরির মাত্র ৯ রান দূরে থেকে (৮৬ বলে ৯১, ৭ চার, ৪ ছক্কা) আউট হয়ে ফিরতে হয় তাকে।
দুই ওপেনারের বিদায়ের পর রানের চাকা যেন আটকে যায়।
তাওহিদ হৃদয় ৪৪ বলে ২৮, নাজমুল হোসেন শান্ত ৫৫ বলে ৪৪ রানে ফিরলে চাপ বাড়ে। এরপর দ্রুত আউট হন অঙ্কন (৬), রিশাদ (৩) ও নাসুম (১)—মাত্র ৯ রানের মধ্যে পড়ে ৪ উইকেট।
শেষ দিকে কিছুটা প্রতিরোধ গড়েন মেহেদী হাসান মিরাজ (১৭) ও নুরুল হাসান সোহান (১৬)। তবে দলকে তিনশোর নিচেই থামতে হয়।
বল হাতে ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি স্পিনার আকিল হোসেন ছিলেন সবচেয়ে সফল—১০ ওভারে ৪১ রান খরচায় নেন ৪ উইকেট।
প্রথম ২৫ ওভারে দাপট দেখানো বাংলাদেশ শেষ দিকে সেই ছন্দ হারিয়ে ফেলে। দুই ওপেনারের রেকর্ড জুটি তাই শেষ পর্যন্ত ঢাকা পড়ে যায় স্লগ ওভারের ব্যর্থতায়।
প্রদা/ডিও