মীরসরাই থানাধীন কেন্দ্রীয় জামে মসজিদ এলাকা থেকে সাড়ে ১৯ কেজি গাজাসহ ২ জন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তারকৃতরা হলেন- কক্সবাজার জেলার সদর থানাধীন কোনাপাড়ার নজু মিয়ার মেয়ে রশিদা (৩৮) ও নগরের পাহাড়তলী থানাধীন অলংকার মোড় এলাকার সালেহ আহমদের মেয়ে রোকেয়া বেগম (৩৬)।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, দুই নারী মাদক বিক্রেতা গাঁজা নিয়ে যাত্রীবেশে দুলালী স্পেশাল পরিবহনের বাসে কুমিল্লা থেকে চট্টগ্রামে আসার গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২২ অক্টোবর) সকাল পৌনে দশটার দিকে অভিযান চালানো হয়।
মীরসরাই বাজারে ঢাকা-চট্টগ্রামমুখি মহাসড়কে সেবা আধুনিক হাসপাতালের বিপরীতে অস্থায়ী চেকপোস্টে বাসটি থামানো হয়।
এ সময় বাসে তল্লাশিকালে কৌশলে দুই নারী পালিয়ে যাওয়ার চেষ্টাকালে রশিদা ও রোকেয়াকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে সাড়ে ১৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১ লাখ ৯০ হাজার টাকা। তাদেরকে মীরসরাই থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রদা/ডিও