পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে স্থির মূল্যে ২০২৪-২৫ অর্থবছরের চতুর্থ প্রান্তিকে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে ৩.৩৫ শতাংশ হারে। এর আগের ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ে যা ছিল ২.১৪ শতাংশ।
আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এ তথ্য প্রকাশ করেছে।
বিবিএসের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরের সাময়িক হিসাবে প্রথম তিন প্রান্তিকে প্রবৃদ্ধির প্রাক্কলন করা হয়েছে যথাক্রমে ১.৯৬, ৪.৪৮ ও ৪.৮৬ শতাংশ, ২০২৩-২৪ অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে যা ছিল যথাক্রমে ৫.৮৭, ৪.৪৭ ও ৪.৬২ শতাংশ। চার প্রান্তিকের সম্মিলিত হিসাবে ২০২৪-২৫ অর্থবছরে স্থির মূল্যে মোট দেশজ উৎপাদন (জিডিপি) এর প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ৩.৬৯ শতাংশ।
২০২৪-২৫ অর্থবছরের চতুর্থ প্রান্তিকের সাময়িক হিসাব অনুযায়ী, চলতি মূল্যে জিডিপির আকার দাঁড়িয়েছে ১৪,৪০১ বিলিয়ন টাকা, ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ে যা ছিল ১৩,১৭৭ বিলিয়ন টাকা।
খাতভিত্তিক প্রবৃদ্ধি
বিবিএসের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরের চতুর্থ ত্রৈমাসিকে কৃষিখাতে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে স্থির মূল্যে প্রবৃদ্ধি হয়েছে ৩.০১ শতাংশ, ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ে যা ছিল ৪.১১ শতাংশ। ২০২৩-২৪ অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে এ খাতের প্রবৃদ্ধি ছিল যথাক্রমে ০.৬২, ৪.০৯ ও ৪.০২ শতাংশ; যা ২০২৪-২৫ অর্থবছরে দাঁড়িয়েছে যথাক্রমে ০.৭৬, ১.২৫ ও ২.৪২ শতাংশ।
সে তুলনায়, শিল্পখাতে প্রবৃদ্ধি তুলনামূলক ভালো হয়েছে। পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে স্থির মূল্যে ২০২৪-২৫ অর্থবছরের শেষ প্রান্তিকে শিল্প খাতের প্রবৃদ্ধি হয়েছে ৪.১০ শতাংশ, ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ে যা ছিল ১.০৮ শতাংশ।
২০২৩-২৪ অর্থবছরের প্রথম তিন কোয়ার্টারে এ খাতের প্রবৃদ্ধি ছিল যথাক্রমে ৭.৭৮, ১.০৪ ও ৪.৫৫ শতাংশ, যা ২০২৪-২৫ অর্থবছরে দাঁড়িয়েছে যথাক্রমে ২.৪৪, ৭.১০ ও ৬.৯১ শতাংশ।
অন্যদিকে ২০২৪-২৫ অর্থবছরের শেষ প্রান্তিকে সেবা খাতের প্রবৃদ্ধি হয়েছে ২.৯৬ শতাংশ, আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ৩.৬১ শতাংশ। ২০২৩-২৪ অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে এ খাতের প্রবৃদ্ধি ছিল যথাক্রমে ৫.৫২, ৭.১০ ও ৪.৩১ শতাংশ, যা ২০২৪-২৫ অর্থবছরে দাঁড়িয়েছে যথাক্রমে ২.৪১, ৩.৭৮ ও ৫.৮৮ শতাংশ।
প্রদা/ডিও