অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে স্বস্তি প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, “অর্থনৈতিক দিক দিয়ে আমি স্বস্তিতে আছি। সে জন্যই আমরা মোটামুটি আত্মবিশ্বাসী।”
মঙ্গলবার (৭ অক্টোবর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
বিশ্বব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদনে দেশে দারিদ্র্যের হার বেড়েছে—এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, “আমি তাত্ত্বিক আলোচনায় যাচ্ছি না। দারিদ্র্য বেড়েছে বা কমেছে—এগুলো বলতে গেলে বিস্তারিত ব্যাখ্যা দিতে হয়। আমি জানি তারা কীভাবে দারিদ্র্য মাপেন। বেজ, ক্লায়েন্ট—সব বিষয়ই বিবেচনায় নিতে হয়।”
তিনি আরও বলেন, “৫ হাজার মানুষের টেলিফোন সাক্ষাৎকার নিয়ে কেউ যদি বলে দারিদ্র্য বেড়েছে, সেটা কতটা নির্ভরযোগ্য, তা প্রশ্নসাপেক্ষ। চ্যালেঞ্জ অবশ্যই আছে, তবে এত শতাংশ বেড়েছে—এভাবে বলা ঠিক নয়।”
অমর্ত্য সেনের দৃষ্টান্ত টেনে সালেহউদ্দিন আহমেদ বলেন, “অমর্ত্য সেন বলেছিলেন, দারিদ্র্য মাপার জন্য কঠিন হিসাবের প্রয়োজন নেই; দরিদ্র মানুষকে দেখলেই বোঝা যায়।”
প্রদা/ডিও