আসামের গুয়াহাটিতে বর্সাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে আজ কঠিন পরীক্ষায় নামছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। চারবারের সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের মুখোমুখি হবে নিগার সুলতানার দল।
আসামের গুয়াহাটিতে বর্সাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে আজ কঠিন পরীক্ষায় নামছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। চারবারের সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের মুখোমুখি হবে নিগার সুলতানার দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায়।
এ নিয়ে নিজেদের দ্বিতীয় ওয়ানডে বিশ্বকাপ খেলছে বাংলাদেশ। আসরের শুরুতেই তারা হারিয়ে দিয়েছে পাকিস্তানকে। কলম্বোয় ফাতিমা সানার দলকে দাপটে হারায় বাংলাদেশের মেয়েরা। আজ দ্বিতীয় জয়ের খোঁজে নামছেন নিগার ও তার সতীর্থরা। যদিও সামনে আজ নারী ক্রিকেটের পরাশক্তি ইংল্যান্ড, যারা দ্বিতীয় সর্বোচ্চ চারবার বিশ্বকাপ শিরোপা জিতেছে। তার ওপর নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে গুঁড়িয়ে দিয়েছে ইংলিশ নারীরা। আগে ব্যাটিং করতে নামা প্রোটিয়াদের ৬৯ রানে অলআউট করে দেয় ন্যাট শিভার-ব্রান্টের দল। জবাবে ২১৫ বল হাতে রেখে ১০ উইকেটের জয় তুলে নেয় ইংলিশ নারীরা। উড়তে থাকা দলটি আজ বাংলাদেশের বিপক্ষে খেলবে।
১৯৭৩, ১৯৯৩, ২০০৯ ও ২০১৭ সালে ওয়ানডে বিশ্বকাপ জয় করে ইংল্যান্ড। এছাড়া চারবারের রানার্সআপ তারা।
এদিকে জয়ে ফিরেছে দক্ষিণ আফ্রিকা। গতকাল ইন্দোরে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছে তারা। আগে ব্যাটিংয়ে নেমে ৪৭.৫ ওভারে ২৩১ রানে গুটিয়ে যায় কিউইরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে হারা ম্যাচে সেঞ্চুরি করা কিউই অধিনায়ক সোফি ডিভাইন গতকাল করেছেন ৯৮ বলে ৮৫ রান। এছাড়া ননকুলুলেঙ্কো এমবালা ৪০ রানে ৪ উইকেট শিকার করেন। জবাবে তাজমিন ব্রিটসের সেঞ্চুরিতে (৮৯ বলে ১০১) ভর করে ৫৫ বল বাকি থাকতে জয় তুলে নেয় প্রোটিয়ারা।
এ সংস্করণে চলতি বছর তার পঞ্চম সেঞ্চুরি এটি, প্রথম নারী ক্রিকেটার হিসেবে এক পঞ্জিকাবর্ষে পাঁচবার তিন অংক ছুঁয়েছেন তিনি। ৩৪ বছর বয়সী ব্রিটস ভেঙে দিলেন ভারতীয় ওপেনার স্মৃতি মান্ধানার রেকর্ড। মান্ধানা এক পঞ্জিকাবর্ষে চারটি ওয়ানডে সেঞ্চুরির স্বাদ পান দুই দফায় (২০২৪ ও ২০২৫)।
প্রদা/ডিও