বাংলাদেশের পোশাক শিল্পে স্বচ্ছতা, জবাবদিহিতা ও বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে যৌথভাবে কাজ করবে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) ও ডিজিটাল ব্রিজ পার্টনারস (ডিবিপি)।
এই অংশীদারিত্বের মাধ্যমে চালু হচ্ছে ‘ডিজিটাল ফ্যাক্টরি পাসপোর্ট (ডিএফপি)’—একটি এআই-চালিত ইএসজি (পরিবেশগত, সামাজিক ও সুশাসন) কমপ্লায়েন্স প্ল্যাটফর্ম, যা পোশাক কারখানার কার্যক্রমকে আরও স্বচ্ছ, টেকসই ও দক্ষ করবে।
রোববার (৫ অক্টোবর) রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে এ সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান। উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি ইনামুল হক খান, সহ-সভাপতি ভিদিয়া অমৃত খান, পরিচালক ফয়সাল সামাদ, নাফিস-উদ-দৌলা, মজুমদার আরিফুর রহমান ও মোহাম্মদ সোহেল।
ডিজিটাল ব্রিজ পার্টনারসের পক্ষ থেকে ছিলেন নাবিল চৌধুরী ও হায়দার আনওয়ার।
ডিজিটাল ফ্যাক্টরি পাসপোর্ট’ কী করবে
-
কারখানার উৎপাদন, পরিবেশগত প্রভাব, শ্রমিক নিরাপত্তা, কল্যাণ ও সাপ্লাই চেইন সম্পর্কিত তথ্য একত্র করবে।
-
একাধিক ক্রেতা ও সংস্থার অডিটের প্রয়োজনীয়তা কমাবে।
-
টেকসই কর্মক্ষমতা পর্যবেক্ষণ ও রিপোর্টিং প্রক্রিয়াকে আরও সুবিন্যস্ত করবে।
-
আন্তর্জাতিক ক্রেতাদের মানদণ্ড পূরণে সহায়তা করবে এবং বৈশ্বিক সোর্সিং হাব হিসেবে বাংলাদেশের অবস্থানকে আরও শক্ত করবে।
বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, “আমাদের পোশাক শিল্পের টেকসই ভবিষ্যতের জন্য ডিজিটাল রূপান্তর অপরিহার্য। এই অংশীদারিত্ব প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে বিজিএমইএর প্রচেষ্টায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।”
বিজিএমইএর পরিচালকরা মনে করেন, এই উদ্যোগ বাংলাদেশের পোশাক শিল্পকে দায়িত্বশীল উৎপাদনকারী দেশের মডেল হিসেবে প্রতিষ্ঠা করবে।
ডিজিটাল ব্রিজ পার্টনারসের প্রতিনিধিরা জানান, তাদের লক্ষ্য হলো প্রযুক্তি ও তথ্যভিত্তিক সমাধানের মাধ্যমে বাংলাদেশের পোশাক শিল্পকে আরও বেশি দক্ষ, স্বচ্ছ ও টেকসই করে তোলা।
প্রদা/ডিও