যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষে আগামী বছর ১ ডলারের স্মারক মুদ্রা প্রকাশের পরিকল্পনা করছে মার্কিন ট্রেজারি বিভাগ।
যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষে আগামী বছর ১ ডলারের স্মারক মুদ্রা প্রকাশের পরিকল্পনা করছে মার্কিন ট্রেজারি বিভাগ। এতে থাকতে পারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিকৃতি। প্রকাশ্যে এসেছে সে মুদ্রার প্রথম খসড়া। মুদ্রার সামনের দিকে রয়েছে ট্রাম্পের পাশমুখী প্রতিকৃতি, যার ওপরের দিকে লেখা ‘লিবার্টি’, নিচে ‘ইন গড উই ট্রাস্ট’ এবং পাশে দুটি সাল ১৭৭৬ ও ২০২৬। মুদ্রার পেছনের দিকে দেখা যাচ্ছে ট্রাম্পের মুষ্টি উঁচিয়ে ধরা বিখ্যাত ছবি, এটি পেনসিলভানিয়ার বাটলার শহরে গত বছরের জুলাইয়ে তাকে হত্যা চেষ্টার পর তোলা হয়। ছবির ওপরে লেখা ‘ফাইট ফাইট ফাইট’ এবং পেছনে উড়ছে আমেরিকার পতাকা। খবর ও ছবি সিএনএন
প্রদা/ডিও