সয়াবিন তেলের মূল্যবৃদ্ধি ও রফতানি চাহিদার প্রভাবে ফিউচার মার্কেটে টানা দ্বিতীয় দিনের মতো বেড়েছে মালয়েশীয় পাম অয়েলের দাম।
সয়াবিন তেলের মূল্যবৃদ্ধি ও রফতানি চাহিদার প্রভাবে ফিউচার মার্কেটে টানা দ্বিতীয় দিনের মতো বেড়েছে মালয়েশীয় পাম অয়েলের দাম। বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে গতকাল ডিসেম্বরে সরবরাহের চুক্তিতে ভোজ্যতেলটির দাম পৌঁছে টনপ্রতি ৪ হাজার ৪৩৮ রিঙ্গিতে (১ হাজার ৫৫ ডলার ৯১ সেন্ট), যা আগের দিনের তুলনায় ৫০ রিঙ্গিত বা ১ দশমিক ১৪ শতাংশ বেশি। খবর বিজনেস রেকর্ডার।
কুয়ালালামপুর ভিত্তিক ট্রেডিং প্রতিষ্ঠান আইসবার্গ এক্স এসডিএন বিএইচডির এক ব্যবসায়ী ডেভিড এনজি বলেন, ‘সয়াবিন তেলের বাজারে ঊর্ধ্বগতির প্রভাবে পাম অয়েলের দাম বেড়েছে। এছাড়া রফতানি চাহিদা বৃদ্ধিও ভোজ্যতেলটির দাম বাড়ার অন্যতম কারণ।’
কার্গো সার্ভেয়ারদের হিসাব অনুযায়ী, সেপ্টেম্বরে মালয়েশিয়া থেকে পাম অয়েলজাত পণ্যের রফতানি মাস ভিত্তিতে ৭ দশমিক ৩ থেকে ৯ দশমিক ৬ শতাংশ বেড়েছে। শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) সয়াবিন তেলের মূল্য দশমিক ২৮ শতাংশ বেড়েছে।
প্রদা/ডিও