নগর উন্নয়নে সিডিএ’র কড়াকড়ি
চট্টগ্রাম নগরীতে দ্রুত বর্ধমান জনসংখ্যা ও অনিয়ন্ত্রিত নগরায়ণের কারণে নকশাবহির্ভূত ভবন নির্মাণ একটি বড় চ্যালেঞ্জে পরিণত হয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) নিয়মিত মাঠপর্যায়ে অভিযান চালাচ্ছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি ভবনে নকশা ভঙ্গের প্রমাণ পায় সিডিএ এবং ভবন মালিকদের অর্থদণ্ড প্রদান করে।
কীভাবে হচ্ছে অনিয়ম
সিডিএ’র কর্মকর্তারা জানান, বেশিরভাগ ক্ষেত্রেই ভবন মালিকরা অনুমোদিত নকশা অনুযায়ী নির্মাণকাজ শুরু করলেও পরে বাণিজ্যিক স্বার্থে নকশা পরিবর্তন করে অতিরিক্ত ফ্লোর বা অংশ যোগ করেন। এতে যেমন স্থাপনার নিরাপত্তা ঝুঁকিতে পড়ে, তেমনি নগর পরিকল্পনায় মারাত্মক অসামঞ্জস্য তৈরি হয়।
বিশেষজ্ঞরা বলছেন, নকশা বহির্ভূত নির্মাণের কারণে- রাস্তাঘাটে যানজট বেড়ে যায়, পানি নিষ্কাশনে সমস্যা তৈরি হয়, ভবনের কাঠামোগত স্থায়িত্ব ক্ষতিগ্রস্ত হয়, অগ্নি নিরাপত্তা ব্যবস্থা ব্যাহত হয়
নগরবাসীর শঙ্কা
চট্টগ্রামের নগরবাসীর অভিযোগ, অনেক ভবন মালিক প্রভাব খাটিয়ে নিয়ম ভঙ্গ করলেও তেমন শাস্তির মুখে পড়েন না। আবার জরিমানা দিলেই দায়মুক্তি পেয়ে যায়। এতে করে দীর্ঘমেয়াদে নগর পরিকল্পনা হুমকির মুখে পড়ে এবং সাধারণ মানুষ ঝুঁকির মধ্যে বসবাস করতে বাধ্য হয়।
সিডিএ’র অবস্থান
সিডিএ কর্তৃপক্ষ জানিয়েছে, তারা আর কোনোভাবেই নকশা ভঙ্গ মেনে নেবে না। নিয়মিত অভিযান চালিয়ে এসব অনিয়ম দমন করা হবে। পাশাপাশি অনুমোদনপ্রাপ্ত নকশা অনুযায়ী ভবন নির্মাণের ব্যাপারে মালিকদের কঠোরভাবে বাধ্য করা হবে।
নগর উন্নয়নে প্রয়োজন সচেতনতা ও আইন প্রয়োগ
নগর পরিকল্পনাবিদরা মনে করেন, শুধু জরিমানা নয়, নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে আরও কঠোর শাস্তি যেমন ভবন সিলগালা করা বা অনুমোদন বাতিল করার ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে নগরবাসীর মধ্যে সচেতনতা বাড়াতে গণমাধ্যম ও সামাজিক সংগঠনগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তারা।
প্রদা/ডিও