দূর্গাপূজা উপলক্ষে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থলবন্দরে নির্দিষ্ট সময়ের জন্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। এ সময় দেশের বাণিজ্যিক কর্মকাণ্ড কিছুটা প্রভাবিত হতে পারে।
২৯ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত মোট ৯ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে আখাউড়া স্থলবন্দরে। তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
২৬ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত ৯ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দর (পঞ্চগড়)।
২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত ৫ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে বেনাপোল স্থলবন্দর (যশোর)।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে হিলি স্থলবন্দরে (দিনাজপুর)।
এই ছুটির কারণে ভারত থেকে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও, ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত চালু থাকবে। তবে, চট্টগ্রাম বন্দর ও চট্টগ্রাম অঞ্চলের সরাসরি বাণিজ্যিক কার্যক্রমে তেমন প্রভাব পড়বে না।
প্রদা/ডিও