চট্টগ্রামের সিইপিজেড এলাকায় এমএনসি প্রতিষ্টানের গার্মেন্টস কর্মীরা বকেয়া বেতন আদায়ের দাবিতে প্রধান সড়ক দখল করে মানববন্ধন করে। যার কারণে তৈরি হয় চতুর্মুখী তীব্র যানজট।
চট্টগ্রাম সিইপিজেড এর এমএনসি গার্মেন্টসের শ্রমিকদের তিন মাসের ও অধিক বেতন না দেওয়ার প্রতিবাদে আজ সকাল থেকে সিইপিজেড মোড়ে সড়ক দখল করে মানববন্ধন করে সেই প্রতিষ্ঠানের গার্মেন্টস শ্রমীকেরা ২,০০০ হাজারেরও অধিক শ্রমিক কর্মরত রয়েছে সেই প্রতিষ্ঠানে। সবাই এই তিন মাসে কোন বেতন, ভাতা পান নি। গতকাল (মঙ্গলবার) বিকালে পোশাক কারখানাটির নোটিশ বোর্ডে প্রতিষ্ঠান বন্ধের নোটিশ জানিয়ে দেয় কর্তৃপক্ষ।
নাছরিন বেগম দৈনিক অর্থনীতিকে জানান “গত তিন মাস ধরি আমাগোরে কোন বেতন দেই নাই. ঘরভাড়া দিতে পারি নাই, বাড়ির মালিকে চাপ দিতাছে, ঘরে কোনো বাজার নাই, পোলামাইয়ারে খাওয়ামু কি । ২০০০ হাজারের বেশি লোক কাজ করে এই অফিসে কেউই এহন পর্যন্ত টাকা পাই নাই । টাকা পাই নাই দেখি আমরা সবাই রাস্তায় আসছি”।
নাম প্রকাশে অনিচ্ছুক সেই প্রতিষ্ঠানের কর্মরত আরেকজন ব্যক্তি বলেন, ”তিন মাসে ধার হইছে ২৫.০০০ হাজার টাকা বেতন না পাইলে ধার শোধ করব কেমনে, আমার বউ গার্মেন্টসে চাকরি করে ওর একার টাকা দিয়ে তো আর সংসার চালানো সম্ভব না। এই সরকারের উচিত আমাদের এই বিষয়গুলো সমাধান করা”।
এদিকে সড়ক দখল করে মানববন্ধন করায় তৈরি হয় তীব্র যানজটের, ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। বিমান বন্দরগামী এই সড়কটি চট্টগ্রামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সড়ক। গাড়ির চালকেরা তাদের এই আন্দোলনের তীব্র প্রতিবাদ জানায়। ইপিজেড এলাকার সড়ক দখল করে আন্দোলন এটি প্রথম নয়। এর আগেও বিভিন্ন প্রতিষ্ঠানের শ্রমীকেরা বকেয়া বেতন আদায়ের দাবিতে প্রধান সড়কে অবস্থান নেয়। যার কারণে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
প্রদা/ডিও