জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন ও ভারতের বিরুদ্ধে নতুন অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, রাশিয়ার জ্বালানি আমদানি অব্যাহত রেখে দুই দেশই ইউক্রেন যুদ্ধের ‘প্রধান অর্থদাতা’।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে দেওয়া ভাষণে ট্রাম্প বলেন, “চীন ও ভারত রাশিয়ার তেল কিনছে, তারাই যুদ্ধের অর্থ জোগাচ্ছে।”
ট্রাম্প ন্যাটো সদস্য দেশগুলোকেও কটাক্ষ করে জানান, যারা রুশ জ্বালানি কিনে আবার মস্কোর বিরুদ্ধেই যুদ্ধ চালাচ্ছে, তারা নিজেদের বিপক্ষেই খরচ করছে।
যুক্তরাষ্ট্র রাশিয়ার সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখা দেশগুলোর ওপর দীর্ঘদিন ধরেই দ্বিতীয়িক নিষেধাজ্ঞার পক্ষে অবস্থান নিচ্ছে। তবে চীন ও ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে, ওয়াশিংটনের চাপের কাছে তারা নত হবে না।
এরই মধ্যে যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর বাড়তি শুল্ক আরোপ করেছে। দিল্লি বলছে, তারা রুশ তেল কেনা বন্ধ করবে না। চীনের পক্ষ থেকেও একতরফা মার্কিন নিষেধাজ্ঞাকে ‘অবৈধ’ বলা হয়েছে।
অন্যদিকে, সম্প্রতি বেইজিং সফরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সতর্ক করে বলেছেন, চীন ও ভারতের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার উদ্যোগ আসলে তাদের উত্থান ঠেকানোর ঔপনিবেশিক মানসিকতার বহিঃপ্রকাশ।
প্রদা/ডিও