টি-টোয়েন্টিতে দুই দল এখন পর্যন্ত ২৩ বার মুখোমুখি হয়েছে, যার মধ্যে পাকিস্তান ১৩ জয় নিয়ে এগিয়ে রয়েছে। তবে বিস্ময়কর হলো, দুই দলের সর্বশেষ পাঁচটি লড়াই-ই জিতেছে শ্রীলংকা! তার আগের টানা ছয়টি ম্যাচ আবার জিতেছে পাকিস্তান।
সুপার ফোর পর্বে পাকিস্তান-শ্রীলংকা দুই দলই তাদের প্রথম ম্যাচে হেরেছে। আবুধাবিতে আজ মঙ্গলবারের ম্যাচে যে দল হারবে, তাদের ফাইনালে ওঠার সম্ভাবনা অনেকটাই ফিকে হয়ে যাবে। দুই দলই তাদের সুপার ফোরের প্রথম ম্যাচে হেরেছে। তাই এশিয়া কাপ ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে দুই দলই আজ জিততে মরিয়া। এটা দুই দলের জন্য ‘বাঁচা-মরা’র ম্যাচ। টানা দুই ম্যাচ হারলে ফাইনালে খেলার সম্ভাবনা শেষ। বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় মাঠে গড়াবে হাইভোল্টেজ এই লড়াই।
শ্রীলংকা ও পাকিস্তান অনেকদিন হলো টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়নি। সর্বশেষ তারা খেলেছে২০২২ সালে। অথচ ২০১০-এর দশকে তারা প্রায় নিয়মিতভাবেই পূর্ণাঙ্গ সিরিজ খেলতো।
টি-টোয়েন্টিতে দুই দল এখন পর্যন্ত ২৩ বার মুখোমুখি হয়েছে, যার মধ্যে পাকিস্তান ১৩ জয় নিয়ে এগিয়ে রয়েছে। তবে বিস্ময়কর হলো, দুই দলের সর্বশেষ পাঁচটি লড়াই-ই জিতেছে শ্রীলংকা! তার আগের টানা ছয়টি ম্যাচ আবার জিতেছে পাকিস্তান।
বর্তমানে শক্তিমত্তায় দুই দল প্রায় কাছাকাছি। পাকিস্তানের ব্যাটিং ফায়ার পাওয়ারে সমস্যা। শ্রীলংকারও একই সমস্যা। পাকিস্তানের র্যাংকিং সপ্তম, শ্রীলংকার অষ্টম। এছাড়া শ্রীলংকার বিপক্ষে দীর্ঘদিন ধরে টি-টোয়েন্টি খেলা হয় না পাকিস্তানের। ফলে আগের দল আর এখনের দলের শক্তিমত্তার পার্থক্যের প্রভাব কতটা আজকের ম্যাচে পড়বে, সেটি নিয়ে প্রশ্ন করাই যায়।
প্রদা/ডিও