এশিয়া কাপের সুপার ফোরে আজ (২৪ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ভারত ও বাংলাদেশ। ম্যাচটিকে ঘিরে আলাদা উত্তেজনা তৈরি হয়েছে দুই দেশের ক্রিকেটপ্রেমীদের মাঝে।
ভারত ইতিমধ্যে সুপার ফোরে পাকিস্তানকে হারিয়ে আত্মবিশ্বাসে ভাসছে। অভিষেক শর্মা, শুবমান গিল ও সূর্যকুমার যাদবের ব্যাটিং ফর্মই তাদের মূল শক্তি। বিশেষ করে স্পিন আক্রমণের বিপক্ষে এ তিনজনের পারফরম্যান্স ম্যাচের ভাগ্য গড়তে পারে।
বাংলাদেশের ভরসা স্পিন বোলিং আক্রমণ। তরুণ রিশাদ হোসেন ও অভিজ্ঞ মেহেদী হাসান যদি মিডল ওভারে ভারতীয় ব্যাটারদের চাপে রাখতে পারেন, তবে ম্যাচে টাইগারদের সম্ভাবনা অনেক বেড়ে যাবে। কাটার মাস্টার মোস্তাফিজও ভারতের বিপক্ষে বড় অস্ত্র হয়ে উঠতে পারেন।
টি–টোয়েন্টি ইতিহাসে ভারত-বাংলাদেশ লড়াইয়ের রেকর্ড একতরফা ভারতের পক্ষেই। ১৭ ম্যাচে ভারত জয় পেয়েছে ১৬টিতে, বাংলাদেশ জিতেছে মাত্র একবার। তবুও ক্রিকেটের অনিশ্চয়তায় সবসময় চমকের সুযোগ থাকে।
টসে আগে বোলিং নিয়ে ভারতকে ১৫০–১৬০ রানের মধ্যে আটকে রাখতে পারলে টাইগারদের জয় পাওয়ার সুযোগ তৈরি হবে। অন্যদিকে ভারত চাইবে টপ অর্ডারের ঝোড়ো ব্যাটিংয়ে শুরু থেকেই ম্যাচ নিয়ন্ত্রণে নিতে।
ফেভারিট হিসেবে ভারত এগিয়ে থাকলেও, স্পিনারদের সাফল্য ও ব্যাটারদের দায়িত্বশীল ইনিংসের ওপর নির্ভর করছে বাংলাদেশের চমক দেখানোর সম্ভাবনা।
প্রদা/ডিও