চট্টগ্রাম নগরে ক্রমবর্ধমান যানজট ও জনসংখ্যার চাপ কমাতে মনোরেল প্রকল্পের উদ্যোগ নেওয়া হয়েছে। পরিকল্পনা বাস্তবায়িত হলে এটি হবে দেশের প্রথম মনোরেল ব্যবস্থা।
প্রকল্প সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রাথমিকভাবে নগরের প্রধান প্রধান সড়ক বরাবর মনোরেল লাইন স্থাপনের সম্ভাব্যতা যাচাই (Feasibility Study) চলছে। এতে ধারণা করা হচ্ছে, নগরের ব্যস্ত করিডরগুলোতে প্রতিদিন লাখো যাত্রী স্বল্প সময়ে এবং আরামদায়কভাবে চলাচল করতে পারবেন।
চট্টগ্রামের নগরবাসীর অন্যতম বড় সমস্যা হলো যানজট। অফিসগামী থেকে শুরু করে শিক্ষার্থী পর্যন্ত সবাইকে ঘন্টার পর ঘন্টা আটকে থাকতে হয়। বিশেষজ্ঞদের মতে, বর্তমান অবকাঠামো ও রাস্তাঘাটের সীমাবদ্ধতা বিবেচনায় মেট্রো রেল নয়, বরং মনোরেলই হতে পারে চট্টগ্রামের জন্য কার্যকর সমাধান।
মনোরেল বাস্তবায়নে প্রয়োজন হবে আধুনিক প্রযুক্তি, বড় অঙ্কের অর্থায়ন এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা। প্রাথমিকভাবে প্রকল্পের সম্ভাব্য ব্যয় কয়েক হাজার কোটি টাকা ধরা হচ্ছে।
শহরের নাগরিক সমাজ ও ব্যবসায়ী মহল বলছে, প্রকল্পটি বাস্তবায়ন হলে শুধু যানজট কমবে না, বরং নগরের অর্থনীতিও গতি পাবে। পর্যটন শহর হিসেবে চট্টগ্রামের আধুনিক চিত্র আন্তর্জাতিক পর্যায়েও তুলে ধরা সম্ভব হবে।
তবে চ্যালেঞ্জও কম নয়। নগরের ঘনবসতি, সড়ক ও অবকাঠামোর সীমাবদ্ধতা, প্রয়োজনীয় অর্থায়ন—সব মিলিয়ে বাস্তবায়ন পথ সহজ হবে না। বিশেষজ্ঞরা মনে করছেন, টেকসই পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে প্রকল্পটি সফল করতে হলে সরকারের পাশাপাশি বেসরকারি বিনিয়োগও আকর্ষণ করতে হবে।
প্রদা/ডিও