শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি চাকরিজীবীরা এবার টানা চার দিনের ছুটি উপভোগ করবেন। ছুটির এ ধারাবাহিকতা থাকবে আগামী ১ অক্টোবর থেকে ৪ অক্টোবর পর্যন্ত।
আগামী রোববার (২১ সেপ্টেম্বর) শুভ মহালয়ার মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গোৎসব। তবে দিনটিতে সরকারি কোনো ছুটি নেই। শিক্ষা মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তরের ছুটির তালিকাতেও মহালয়ার ছুটি অন্তর্ভুক্ত হয়নি। যদিও অনেক সনাতন ধর্মাবলম্বী ব্যক্তিগতভাবে এদিন ঐচ্ছিক ছুটি নেন।
সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ১ অক্টোবর (বুধবার) মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। এর পরদিন ২ অক্টোবর (বৃহস্পতিবার) বিজয়া দশমীতে থাকবে সাধারণ ছুটি। এর সঙ্গে যোগ হবে ৩ ও ৪ অক্টোবরের সাপ্তাহিক ছুটি। ফলে সরকারি চাকরিজীবীরা টানা চার দিনের ছুটি কাটাতে পারবেন।
প্রদা/ডিও