অংকের জটিল সমীকরণ মিলে শেষ পর্যন্ত এশিয়া কাপ ২০২৫-এর সুপার ফোরে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। সরাসরি না হলেও শ্রীলঙ্কার জয়েই আফগানিস্তানের আশা শেষ হয়, আর সেই সুযোগে সেরা চারে উঠে আসে টাইগাররা। বলা যায়, সুপার ফোরের দরজা খুলে দিয়েছে শ্রীলঙ্কাই।
আজ শনিবার থেকে শুরু হচ্ছে সুপার ফোর পর্ব। রাত ৮টায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। ‘নাগিন ডার্বি’ নামেই পরিচিত এই লড়াইয়ের মধ্য দিয়েই শুরু হবে পরবর্তী ধাপের উত্তেজনা।
লঙ্কানরা এগিয়ে, টাইগারদের ভরসা লড়াকু মানসিকতা
গ্রুপ পর্বে তিন ম্যাচের সবগুলো জিতেছে শ্রীলঙ্কা, যেখানে বাংলাদেশকেও হারিয়েছে তারা। অর্থাৎ এখনো অপরাজিত লঙ্কানরা এগিয়ে থাকবেই। অন্যদিকে বাংলাদেশ টিকে আছে ভাগ্যের সহায়তায়। বিশেষ করে আফগানিস্তানের বিপক্ষে কুশল মেন্ডিস ও কামিন্দু মেন্ডিসের আক্রমণাত্মক ব্যাটিং বাংলাদেশের জন্য সতর্কবার্তা।
তবে পরিসংখ্যান বলে, গত সাত বছরে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ বেশ লড়াই করেছে। তাই আজও জয়ের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। জিততে হলে টপ অর্ডারের ব্যাটসম্যানদের দায়িত্ব নিতে হবে, আর মিডলঅর্ডারে ভূমিকা রাখতে হবে তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক ও শামীম হোসেনদের। বোলিং আক্রমণে আশা থাকবে মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও নাসুম আহমেদের ওপর।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ
তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), তাওহিদ হৃদয়, শামীম হোসেন, নুরুল হাসান, জাকের আলী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ
পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), কামিল মিশারা, কুশল পেরেরা, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ওয়েল্লালাগে, দুশমন্থ চামিরা, নুয়ান থুশারা।