যুক্তরাষ্ট্রে যেতে বিদেশি দক্ষ কর্মীদের জন্য নির্ধারিত এইচ-১বি ভিসা প্রোগ্রামে অতিরিক্ত ১ লাখ ডলার (৭৪ হাজার পাউন্ড) ফি দিতে হবে বলে একটি নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার এ সংক্রান্ত নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন তিনি। খবর বিবিসির।
প্রোক্লেমেশনে বলা হয়েছে, প্রোগ্রামটির ‘অপব্যবহার’ রোধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং ফি না দিলে প্রবেশাধিকার সীমিত থাকবে।
অন্য একটি আদেশে ট্রাম্প নির্দিষ্ট অভিবাসীদের জন্য ১০ লাখ পাউন্ড থেকে শুরু হওয়া ফির বিনিময়ে ভিসা প্রক্রিয়া দ্রুত করার জন্য একটি নতুন ‘গোল্ড কার্ড’ ব্যবস্থা চালু করেছেন।
শুক্রবার হোয়াইট হাউজের ওভাল অফিসে ট্রাম্পের সঙ্গে যোগ দেন মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক। তিনি বলেন, এইচ-১বি ভিসার জন্য বছরে এক লাখ ডলার দিতে। আর বড় কম্পানিগুলো এতে রাজি আছে।
মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা (ইউএসসিআইএস)–এর তথ্য অনুযায়ী, আগামী অর্থবছরের জন্য এইচ-১বি ভিসার আবেদন কমে দাঁড়িয়েছে প্রায় ৩ লাখ ৫৯ হাজারে; যা গত চার বছরের মধ্যে সর্বনিম্ন।
২০১৭ সালে প্রথম মেয়াদের শুরুতে ট্রাম্প এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেন, যা জালিয়াতি শনাক্তকরণ উন্নত করার লক্ষ্যে এইচ-১বি আবেদনের যাচাই-বাছাই বাড়িয়েছিল।
২০১৮ অর্থবছরে ভিসা প্রত্যাখ্যানের হার বেড়ে ২৪ শতাংশে পৌঁছেছিল, যা ছিল সর্বকালের সর্বোচ্চ। বারাক ওবামার শাসনামলে এই হার ছিল ৫–৮ শতাংশ; জো বাইডেনের মেয়াদে ছিল ২–৪ শতাংশ।
প্রদা/ডিও