সুপার ফোরে ওঠা দলগুলো প্রত্যেকেই একে অপরের বিপক্ষে খেলবে। ২৪ সেপ্টেম্বর বুধবার ভারতের বিপক্ষে ও পরদিন বৃহস্পতিবার পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। সুপার ফোরে বাংলাদেশের সবগুলো ম্যাচই হবে দুবাইতে।
শ্রীলংকার সাহায্য নিয়েই এশিয়া কাপের সুপার ফোরে উঠেছে বাংলাদেশ। বৃহস্পতিবার রাতে আবুধারিতে আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে সুপার ফোরে উঠে যায় শ্রীলংকা। তাদের জয়ে বিদায় ঘটে আফগানিস্তানের, শেষ চারের টিকিট পায় টাইগাররাও। লংকানদের জয়ের প্রার্থনায় ছিল গোটা বাংলাদেশ। এ নিয়ে লংকান ক্রিকেট বোর্ডের অফিশিয়াল ফেইসবুক পেজে পোস্টও হয়েছে। যদিও ‘বন্ধু’ লংকানরা শিগগিরই ‘শত্রু’তে পরিণত হতে চলল। শনিবার সুপার ফোরে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ শ্রীলংকা। সেদিন একে অপরকে হারাতে মাঠে নামছে। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।
সুপার ফোরে ওঠা দলগুলো প্রত্যেকেই একে অপরের বিপক্ষে খেলবে। ২৪ সেপ্টেম্বর বুধবার ভারতের বিপক্ষে ও পরদিন বৃহস্পতিবার পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। সুপার ফোরে বাংলাদেশের সবগুলো ম্যাচই হবে দুবাইতে।
২৮ সেপ্টেম্বর রোববার দুবাইতে ১৭তম এশিয়া কাপের ফাইনাল।
২০১২ ও ২০১৬ সালে ঘরের মাঠে এবং ২০১৮ সালে আরব আমিরাতে এশিয়া কাপ ফাইনালে উঠেছিল বাংলাদেশ। ২০১২ সালে পাকিস্তানের কাছে এবং পরের দুবার ফাইনালে ভারতের কাছে হেরে যায় টাইগাররা। চতুর্থবারের মতো মতো এশিয়া কাপের ফাইনালে উঠতে পারবে কি লিটন দাসের দল?