পদ্মা সেতুর সার্ভিস এরিয়া-১, ২ ও ৩-এ রুফটপ সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে চুক্তি করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ও ইস্ট কোস্ট গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ওমেরা রিনিউএবল এনার্জি। বৃহস্পতিবার সেতু ভবনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রকল্পের আওতায় তিনটি সার্ভিস এরিয়ার ছাদে ৬.০৩ মেগাওয়াট-পিক ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎ সিস্টেম স্থাপন করা হবে। এই সিস্টেম থেকে প্রতিবছর প্রায় ৯ হাজার মেগাওয়াট-আওয়ার পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদিত হবে। এতে বছরে আনুমানিক ৬ হাজার টন কার্বন-ডাই-অক্সাইড নির্গমন হ্রাস পাবে, যা আড়াই লাখ গাছ রোপণ বা জ্বালানিচালিত প্রায় এক হাজার ২০০ গাড়ি সড়ক থেকে সরিয়ে নেওয়ার সমান পরিবেশগত সুফল বয়ে আনবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী ফেরদৌস আলম বলেন, “নবায়নযোগ্য জ্বালানির এ উদ্যোগ আমাদের পরিবেশবান্ধব প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে। জাতীয় গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পে সবুজ জ্বালানি সংযোজনের মাধ্যমে আমরা টেকসই উন্নয়নের পথে আরও একধাপ এগোলাম।”
ওমেরা রিনিউএবল এনার্জির প্রধান নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহিম বলেন, “পদ্মা সেতুর মতো একটি জাতীয় প্রকল্পে অংশীদার হতে পেরে আমরা গর্বিত। বিশ্বমানের রুফটপ সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশব্যাপী পরিচ্ছন্ন জ্বালানির প্রসারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ দেশের বড় সেতু, টানেল ও সংশ্লিষ্ট অবকাঠামোর বাস্তবায়ন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করছে। অন্যদিকে, ইস্ট কোস্ট গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ওমেরা রিনিউএবল এনার্জি নবায়নযোগ্য জ্বালানি খাতে শীর্ষস্থানীয় কোম্পানি হিসেবে পরিচ্ছন্ন বিদ্যুৎ উৎপাদনে নতুন দিগন্ত উন্মোচনে কাজ করছে।
সংশ্লিষ্টরা বলছেন, পদ্মা সেতুর সার্ভিস এরিয়ায় রুফটপ সৌরবিদ্যুৎ প্রকল্প শুধু বিদ্যুৎ উৎপাদনেই নয়, পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়নের ক্ষেত্রে দেশের জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।
প্রদা/ডিও