ইউরোপভিত্তিক ইউরোক্লিয়ার ও ক্লিয়ারস্ট্রিমের বিকল্প ক্লিয়ারিং হাউজ প্রতিষ্ঠায় কাজ করছে রাশিয়া ও চীন।
ইউরোপভিত্তিক ইউরোক্লিয়ার ও ক্লিয়ারস্ট্রিমের বিকল্প ক্লিয়ারিং হাউজ প্রতিষ্ঠায় কাজ করছে রাশিয়া ও চীন। রুশ অর্থমন্ত্রী অ্যান্টন সিলুয়ানোভ সম্প্রতি বলেন, ‘পশ্চিমা নিষেধাজ্ঞার জবাবে আর্থিক লেনদেন নিষ্পত্তির জন্য একটি স্বাধীন পেমেন্ট অবকাঠামো তৈরি করা গুরুত্বপূর্ণ।’ রাশিয়ার ন্যাশনাল সেটলমেন্ট ডিপোজিটরির (এনএসডি) মাধ্যমে দেশটির বিনিয়োগকারীরা আগে ইউরোপীয় ক্লিয়ারিং হাউজে তহবিল রাখত। কিন্তু ইউক্রেন যুদ্ধজনিত নিষেধাজ্ঞার কারণে এনএসডির সঙ্গে লেনদেন বন্ধ করে দেয় তারা। রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, এতে রুশ বিনিয়োগকারীদের প্রায় ৫ দশমিক ৭ ট্রিলিয়ন রুবল বা ৬৬ দশমিক ৮ বিলিয়ন ডলার আটকে আছে। খবর আরটি
প্রদা/ডিও