উপকূলীয় এলাকার বনভূমি সংরক্ষণ, পরিবেশ সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্বেচ্ছাসেবী সংগঠন ওয়ান ম্যান আর্মি এবং আন্তর্জাতিক শিপিং কোম্পানি CMA-CGM যৌথভাবে আজ শনিবার চট্টগ্রামের পতেঙ্গা সি-বিচ এলাকায় বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান সম্পন্ন করেছে।
প্রথম ধাপে, ভোর ৬ টা থেকে পতেঙ্গা সি-বিচ এলাকাজুড়ে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। স্বেচ্ছাসেবকরা সৈকতের চারপাশে ছড়িয়ে থাকা প্লাস্টিক, বোতল, পলিথিনসহ বিভিন্ন প্রায় ১ টনের মত বর্জ্য সংগ্রহ করে পরিবেশকে আরও পরিচ্ছন্ন ও মনোরম করে তোলে।
দ্বিতীয় ধাপে, সকাল ১১ টার দিকে পতেঙ্গা আকমল আলী ঘাট (মৎস্যজীবী ঘাট) এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার পর পরিবেশবান্ধব ও উপকূলীয় এলাকায় উপযোগী “পবন ঝাউ” গাছের চারা রোপণ করা হয়। এছাড়া ও বিভিন্ন সোভাবর্ধনকারী ফুলের গাছ সহ ২০০+ গাছের চারা রোপন করা হয়। এই উদ্যোগ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, উপকূলীয় জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশের গুণগত মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা জানিয়েছেন।
অভিযানে ১০০ এর বেশি স্বেচ্ছাসেবক, ওয়ান ম্যান আর্মি ও CMA-CGM এর কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও দায়িত্বশীল ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। এসময় ২টি ট্রাকে করে প্রয়োজনীয় সরঞ্জাম ও চারা আনা হয় এবং সমন্বিতভাবে গাছ রোপণ কার্যক্রম সম্পন্ন করা হয়।
আয়োজকরা জানান, উপকূলীয় এলাকার প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
প্রদা/ডিও