যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়াতে বাংলাদেশ প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডেন লিঞ্চের সঙ্গে বৈঠককালে তিনি এ কথা জানান।
বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের শুল্কহার ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশে নামিয়েছে ওয়াশিংটন। এ উদ্যোগকে দ্বিপাক্ষিক বাণিজ্যের বড় মাইলফলক বলে আখ্যায়িত করেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। শুল্ক হ্রাসের জন্য যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডেন লিঞ্চকে ধন্যবাদ জানান তিনি।
বাণিজ্য চুক্তি চূড়ান্ত করতে ব্রেন্ডেন লিঞ্চের নেতৃত্বে ইউএসটিআরের একটি প্রতিনিধি দল তিন দিনের সফরে ঢাকায় এসেছে। সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে দুই দেশের বাণিজ্য ঘাটতি কমানো, কৃষিপণ্য আমদানি, জ্বালানি সহযোগিতা ও রোহিঙ্গা সংকটসহ নানা বিষয়ে আলোচনা হয়।
প্রধান উপদেষ্টা জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য, জ্বালানি ও উন্নয়ন সহযোগিতার সম্পর্ক আরও গভীর করতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আশা প্রকাশ করেন, চলমান আলোচনার মাধ্যমে দ্রুত দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হবে।
এ সময় তিনি যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ‘বাংলাদেশ লেবার অ্যাকশন প্ল্যান’ বাস্তবায়নের অগ্রগতির কথাও তুলে ধরেন এবং আন্তর্জাতিক শ্রমমান রক্ষায় সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, ইউএসটিআরের পরিচালক এমিলি অ্যাশবি, বাণিজ্যসচিব মাহবুবুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রদা/ডিও