ডাকসুতে ২৮ পদের মধ্যে ভিপি, জিএস ও এজিএসসহ ২৩টিতে জয় পেয়েছে শিবির। প্রধান প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের সঙ্গে ভোটের ব্যবধানও অনেক।
অন্যদিকে জুলাই স্পিরিটকে ধারণ করে গড়ে ওঠা সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের অবস্থান ছিল পঞ্চম। আর বাম সংগঠনগুলোর মধ্যে একমাত্র প্রতিরোধ পরিষদের জি এস প্রার্থী মেঘমল্লার বসু তৃতীয় অবস্থানে ছিলেন। বিজয়ী শিবিরের এস এম ফরহাদের ১০ হাজার ৭৯৪ ভোটের বিপরীতে তিনি পান ৪ হাজার ৯৪৯ ভোট। অবশ্য দ্বিতীয় হওয়া ছাত্রদলের শেখ তানভীর বারী হামিম পেয়েছেন ৫ হাজার ২৮৩ ভোট।
অপরদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও তাক লাগানো সাফল্য পেয়েছে শিবির। ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত নির্বাচনের ফল ঘোষণা হয়েছে ১৩ সেপ্টেম্বর সন্ধ্যায়। সেখানে ২৫টি পদের মধ্যে জিএস ও দুই এজিএসসহ ২০টিতে জয় পেয়েছে শিবিরের সমন্বিত শিক্ষার্থী জোট। অবশ্য ভিপি পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্যানেলের প্রার্থী আবদুর রশীদ জিতু।
সেখানে নির্বাচন শেষ হওয়ার এক ঘণ্টা আগে ভোট বর্জন করেছে ছাত্রদলের প্যানেল। জাহাঙ্গীরনগরেও গণতান্ত্রিক ছাত্র সংসদ ও বাম সংগঠনগুলো উল্লেখযোগ্য পদ পায়নি।
প্রদা/ডিও