বৈদ্যুতিক চাহিদা বাড়ায় ভারত থেকে আমদানী ও ফুয়েল-অয়েল প্লান্ট চালু করছে বাংলাদেশ।
গ্যাস সরবরাহ ও কয়লা শক্তি কেন্দ্রগুলোর রক্ষণাবেক্ষণ সমস্যা থাকায় বিদ্যুৎ চাহিদার চাপ মোকাবেলায় বাংলাদেশ ভারত থেকে বিদ্যুৎ আমদানী বাড়াচ্ছে। একই সঙ্গে, ফুয়েল-অয়েল (ইউচ্চ সালফার ফুয়েল অয়েল বা HSFO) প্ল্যান্টগুলোর উৎপাদন বাড়ছে যাতে দেশের বিদ্যুৎ গ্রিডে ঘাটতি পূরণ করা যায়। ভারতের আদানি গোষ্ঠীর কয়লা ভিত্তিক গোড্ডা (Godda) প্লান্ট থেকে বিদ্যুৎ আমদানী বেড়েছে যা নাগরিক বিদ্যুৎ চাহিদা মেটাতে সহায়ক হচ্ছে।
প্রভাব ও চ্যালেঞ্জ:
ফুয়েল-অয়েল বেসড পদ্ধতির খরচ বেশি হওয়ায় অর্থনৈতিক চাপ বেড়েছে। বেশি আমদানীর ফলে বৈদেশিক মুদ্রার ব্যবহার এবং আমদানির খরচ বাড়ছে। পরিবহন ও আমদানির সঙ্গে যুক্ত অবকাঠামোগত জটিলতাও রয়েছে, যেমন জ্বালানি তেল আমদানি ও জেটি বা স্টোরেজ সক্ষমতা।
প্রদা/ডিও