হাটহাজারীতে সংঘর্ষের জেরে তৈরি হওয়া উদ্ভূত পরিস্থিতিতে নিরসনে দুই পক্ষকে নিয়ে আলোচনায় বসে উপজেলা নির্বাহী প্রশাসন। এতে সব পক্ষের মধ্যে সমঝোতা হওয়ায় ১৪৪ ধারা তুলে নেওয়া হয়।
রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় সকলের সম্মতিতে বেশ কয়েকটি সিদ্ধান্তও নেওয়া হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা, আহতদের চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা এবং উপজেলা প্রশাসনের উদ্যোগে সকল ধর্মীয় অনুষ্ঠানে শব্দ দূষণসহ যেকোন গণউপদ্রব নিরসনকল্পে সকল পক্ষ থেকে প্রতিনিধি নিয়ে স্বেচ্ছাসেবক টিম গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রদা/ডিও