ভারতের গুজরাত থেকে আসা ইলিশ মাছে এখন ছেয়ে গেছে পশ্চিমবঙ্গের বাজার। গত মাস দেড়েকে প্রায় চার হাজার টন ওই ইলিশ এসেছে পশ্চিমবঙ্গে।
অন্যদিকে, দুর্গাপুজোর আগে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রফতানির অনুরোধ জানিয়ে ঢাকায় পররাষ্ট্র উপদেষ্টাকে চিঠি পাঠানো হলেও তার কোনো জবাব এখনও কলকাতায় পৌঁছায় নি।
তবে গুজরাতের ওই ইলিশের স্বাদ ভাল নয় বলে মন্তব্য করছেন ইলিশ ব্যবসায়ী থেকে শুরু করে ইলিশ-প্রেমী সকলেই। স্বাদ ভাল না হলেও সব মাছই বিক্রি হয়ে গেছে বলে জানাচ্ছেন কলকাতা লাগোয়া হাওড়ায় রাজ্যের সবথেকে বড় যে মাছের পাইকারি বাজার রয়েছে, সেখানকার ব্যবসায়ীরা।
একদিকে গুজরাতের ইলিশে যখন পশ্চিমবঙ্গের বাজার ছেয়ে গেছে, তখন স্থানীয় ইলিশের জোগান খুবই কম বলে জানাচ্ছেন মাছ ব্যবসায়ীরা।
প্রদা/ডিও