পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চট্টগ্রামে জশনে জুলুসে গিয়ে তীব্র গরমে অসুস্থ হয়ে মারা যাওয়া বৃদ্ধের পরিচয় মিলেছে তিনি । তার নাম মোঃ আইয়ুব আলী কোম্পানি। তিনি পটিয়ার কুসুমপুরা ইউনিয়নের দক্ষিণ মনসা এলাকার বাসিন্দা ও ২ ছেলে ও ১ মেয়ের জনক।
শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নগরীর মুরাদপুর মোড় এলাকায় জুলুসের র্যালিতে চাপা পড়ে তিনি স্ট্রোক করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান। তিনি বলেন, বেলা ১২টা ১০ মিনিটের দিকে তীব্র গরমে তিনি অসুস্থ হয়ে পড়েন। এ সময় জুলুসে থাকা লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে আনলে সেখানে তার মৃত্যু হয়।
প্রদা/ডিও