চট্টগ্রাম শহরের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা নিরসনে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কর্ণফুলী নেভিগেশন চ্যানেলসহ আওতাধীন বিভিন্ন খালে নিয়মিত ড্রেজিং কার্যক্রম শুরু করেছে। এসব কার্যক্রমের মাধ্যমে নাব্যতা বৃদ্ধি, খাল ও নালার মুখে ভেসে আসা প্লাস্টিক ও অপচনশীল বর্জ্য অপসারণ করে পানি প্রবাহ সচল রাখা হচ্ছে।
বিশেষ করে রাজাখালী খাল, চাক্তাই খালসহ চট্টগ্রাম শহরের সাথে কর্ণফুলী নদীর সংযুক্ত বিভিন্ন খালের মুখে বর্জ্য অপসারণের কাজ বন্দর কর্তৃপক্ষ নিজস্ব উদ্যোগ ও অর্থায়নে সম্পন্ন করছে। ইতোমধ্যে রাজাখালী খালের মুখে মাটি ও বর্জ্য অপসারণ করে ২-৩ মিটার গভীরতা আনয়ন করা হয়েছে এবং খাল থেকে নদী পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে পানি প্রবাহ নিশ্চিত করা হয়েছে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের এসব কার্যক্রম সফল করতে নগরবাসীর সহযোগিতা কামনা করা হয়। খাল, নালা, নদী ও ড্রেনে সরাসরি বর্জ্য না ফেলে নির্দিষ্ট ডাস্টবিনে বর্জ্য ফেলার অভ্যাস গড়ে তুলে সম্মিলিতভাবে বন্দরনগরী চট্টগ্রামের জলাবদ্ধতা সমস্যা নিরসনে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
প্রদা/ডিও