মৌসুম না হওয়ায় বাজারে দেশি আদা নেই। চীন থেকে আমদানি করে মেটানো হচ্ছে চাহিদা। রসুনও এখন আমদানিনির্ভর। এসব আদা-রসুনে বড় অঙ্কের লোকসান গুনছেন আমদানিকারকরা। আর খুচরা বিক্রেতারা লাভ করছেন কয়েক গুণ বেশি।
ভোগ্যপণ্যে দেশের দ্বিতীয় বৃহৎ পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জ ঘুরে এ চিত্র দেখা যায়। বাজারের আড়তদার ব্যবসায়ীরা বলছেন, খাতুনগঞ্জের আড়তগুলোতে ক্রেতা একেবারে কম। আর এতে পাইকারিতে আদা-রসুনের দাম সর্বনিম্ন পর্যায়ে পৌঁছে। আমদানিকারকরা বলছেন, প্রতি কেজি আদা-রসুনে ৩০-৪০ টাকা ক্ষতি হচ্ছে। এখন যে লোকসান গুনছেন, তা ব্যবসা করে আগামী ১০ বছরেও পুষিয়ে ওঠা সম্ভব হবে না।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায়, দেশে বছরে রসুনের চাহিদা প্রায় সাত লাখ টনের মতো। এর মধ্যে পাঁচ লাখ টনের কিছু বেশি রসুন দেশে উৎপাদিত হয়। অবশিষ্ট রসুন আমদানি করতে হয়। আমদানি করা রসুনের ৯৫ শতাংশের বেশি আসে চীন থেকে। দেশে বার্ষিক আদার চাহিদা তিন লাখ টনের বেশি। এর মধ্যে অর্ধেকের মতো আদা আমদানি করে দেশের চাহিদা মেটাতে হয়। বর্তমানে খাতুনগঞ্জের বাজারে শুধু চীনের আদা-রসুন পাওয়া যাচ্ছে।
খাতুনগঞ্জের আমদানিকারক প্রতিষ্ঠান এমএসএ ট্রেড ইন্টারন্যাশনাল আদা ও রসুন আমদানি করে। খাতুনগঞ্জ বাদে রাজধানী ঢাকার শ্যামবাজারসহ দেশের বিভিন্ন মোকামে সরবরাহ করেন প্রতিষ্ঠানের কর্ণধার মীর মোকাররম হোসেন।
মোকাররম হোসেন জাগো নিউজকে বলেন, ‘গত বছর ১৮০ কনটেইনার মাল (আদা-রসুন) নামছে, তাও আমরা বাজার (সঠিক মূল্য) পেয়েছি। এখন মাল নামছে ৩০ কনটেইনার, তারপরেও আমরা বাজার পাচ্ছি না। হয়তো অর্থনীতির সাইকেলটা স্টপ হয়ে আছে। এতে এ সমস্যা হচ্ছে। ভোক্তাদের ক্রয়ক্ষমতা কমে গেছে।
তিনি বলেন, ‘আদা-রসুনে বিগত ৫০ বছরের ব্যবসার ইতিহাসে এমন লোকসান হয়নি। রসুনে বর্তমানে একেক কনটেইনারে (২৭ টন) ১৫-১৬ লাখ টাকা নাই (লোকসান)। একেক কেজিতে ৩০-৩৫ টাকা নাই। বন্দরে চলতি সপ্তাহে আসা ১২ কনটেইনার রসুনে দুই কোটি ৪০ লাখ টাকা লস হয়েছে। রসুনের কস্টিং (আমদানিমূল্য) হয়েছে কেজিপ্রতি ১৪৪ টাকা, কিছু কিছু রসুন খাতুনগঞ্জের আড়তে ৯৮-৯৯ টাকায় বিক্রি করতে হচ্ছে।’
খাতুনগঞ্জের আড়ত থেকে কিনে পাঁচ মিটার দূরত্বে পাশেই ফুটপাতের দোকানে কেজিতে ৩০ টাকা বেশিতে বিক্রি হচ্ছে আদা-রসুন। ওই দোকানের এক তরুণ খুচরা বিক্রেতা নিজের নাম প্রকাশ না করে বলেন, আমি দোকানে নিয়মিত বসি না। এখন আদা ১৩৫-১৪০ টাকা, রসুন ১৪০ টাকা, পেঁয়াজ ৮০-৮৫ টাকা কেজিতে বিক্রি করছি।
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) গত ১ সেপ্টেম্বর তারিখের বাজারদর পর্যালোচনা করে দেখা যায়, ঢাকার কয়েকটি খুচরা বাজারে প্রতি কেজি আমদানি করা আদা বিক্রি হচ্ছে ১৮০-২৭০ টাকা কেজিতে। এক সপ্তাহ আগে ১৫০-২৭০ টাকায় এবং এক মাস আগে ১২০-২০০ টাকা কেজিতে বিক্রি হয়েছে। গত বছর এই সময়ে একই আদা বিক্রি হয়েছিল ২০০-২৬০ টাকা।
প্রদা/ডিও