চট্টগ্রামের বাজারে মাছ, মুরগি, আলু, সবজিতে দাম বেশি চড়া । ক্রেতাদের ভাষ্যমতে সরবরাহ কম থাকায় এমন ভোগান্তি। অসাধু ব্যবসায়ীরা সুযোগ নিচ্ছেন নিয়মিত তদারকি না থাকায় জানিয়েছেন ক্রেতারা। বৃষ্টিতে সবজিক্ষেত ভেসে যাওয়ায় সরবরাহ কম। এমন অজুহাতে সপ্তাহের ব্যবধানে চট্টগ্রামে বিভিন্ন ধরনের সবজি কেজিতে ২০ টাকা বেড়েছে।
৮০ টাকার নিচে কেবল মাত্র পেঁপে, লাউ, ঢেরশ বিক্রি হচ্ছে, বাকিসব সবজি ৮০-১২০ টাকা ১২০ টাকা বেগুন এবং সর্বোচ্চ ১০৭ টাকায় বিক্রি হচ্ছে টমেটো।
ক্রেতারা বলছেন, ৮০ টাকার নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না। পেঁয়াজ কেজিতে ২০ টাকায় বেড়ে ৯০ টাকায় বিক্রি হচ্ছে। হঠাৎ দাম বৃদ্ধিতে অবাক ক্রেতারা কিন্তু কারণ জানেনা বিক্রেতারা। সরবরাহ কম তাই চড়া দামে বিক্রি হচ্ছে মাছ, মুরগি কেজিতে ৪০ টাকা বেড়ে ৩৬০ টাকায় বিক্রি হচ্ছে সোনালী মুরগি। তবে মাছের দাম ধরা ছোয়ার বাইরে। ইলিশ মাছ ২০০০ টাকার উপরে বিক্রি হচ্ছে। গরুর মাংস ৭৫০ থেকে ৮৫০ টাকা কেজি পর্যন্ত বিক্রি হচ্ছে। অপরদিকে ডিমের ডজন বিক্রি হচ্ছে ৪০ টাকায়।
হঠাৎ নিত্যপণ্যের বাজারে এমন উর্দ্ধগতিতে হিমশিম খাচ্ছেন ক্রেতারা। সিন্ডিকেট লোক, বাজার তদারকির অভাবকে দুষছেন ক্রেতারা।
প্রদা/ডিও।