প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি মাসেই ভারতের রফতানি পণ্যে ২৫% শুল্ক বসানোর পাশাপাশি রাশিয়ার তেল–গ্যাস আমদানির কারণে অতিরিক্ত ২৫% শুল্ক আরোপ করেছেন।
চীনে সাত বছর পর এক ঐতিহাসিক সাক্ষাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এক ‘অস্থির ও বিশৃঙ্খল’ বিশ্বে নিজেদের বন্ধুত্বকে তুলে ধরেছেন। এই বৈঠক এমন এক সময়ে হয়েছে, যখন ডোনাল্ড ট্রাম্পের বৈশ্বিক বাণিজ্য যুদ্ধের কারণে উভয় দেশই যুক্তরাষ্ট্রের কঠোর শুল্কনীতির মুখে পড়েছে। খবর সিএনএন।
আঞ্চলিক সম্মেলন সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলন চলাকালীন চীনের বন্দর নগরী তিয়ানজিনে এই বহু প্রতীক্ষিত বৈঠকটি অনুষ্ঠিত হয়। এ সাক্ষাৎ শুধু সীমান্ত উত্তেজনা প্রশমনের বার্তা নয়, বরং ক্রমবর্ধমান মার্কিন চাপের মুখে দুই এশীয় পরাশক্তির নতুন কূটনৈতিক সমীকরণের ইঙ্গিত।
শি বলেন, ‘বিশ্ব এখন শতাব্দীতে একবার দেখা যায় এমন রূপান্তরের ভেতর দিয়ে যাচ্ছে। পরিস্থিতি একইসঙ্গে জটিল ও বিশৃঙ্খল। তাই আমাদের পক্ষে সঠিক পথ হলো বন্ধুত্ব—শান্তিপূর্ণ প্রতিবেশী ও পরস্পরের সাফল্যে অংশীদার হওয়া।‘ তিনি দুই দেশের জাতীয় প্রতীককে তুলে ধরে প্রতীকী ভাষায় বলেন, ‘ড্রাগন ও হাতি যদি একসঙ্গে নাচে, তাহলে দীর্ঘমেয়াদে স্থিতিশীল সম্পর্ক গড়ে উঠবে।‘
মোদি পাল্টা বার্তায় জানান, ভারত পারস্পরিক আস্থা ও সম্মানের ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি ইঙ্গিত দেন, হিমালয় সীমান্তে উত্তেজনা হ্রাসের পদক্ষেপই এর প্রমাণ। ‘আমাদের দুই দেশের ২৮০ কোটি মানুষের স্বার্থ সরাসরি নির্ভর করছে এই সহযোগিতার ওপর’, মন্তব্য করেন তিনি।
এই বৈঠকের সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে দিল্লি–বেইজিংয়ের সম্পর্ক শীতল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি মাসেই ভারতের রফতানি পণ্যে ২৫% শুল্ক বসানোর পাশাপাশি রাশিয়ার তেল–গ্যাস আমদানির কারণে অতিরিক্ত ২৫% শুল্ক আরোপ করেছেন। ওয়াশিংটনের মতে, রাশিয়ার জ্বালানি কেনা মানেই ভ্লাদিমির পুতিনের ইউক্রেন যুদ্ধের অর্থ জোগানো। তবে চীনও রুশ তেলের অন্যতম বড় ক্রেতা হলেও এখনো যুক্তরাষ্ট্র তাদের ওপর এমন শাস্তিমূলক পদক্ষেপ নেয়নি।
বৈঠকের একদিন আগে মোদি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলেছেন। তিনি জানিয়েছেন, ‘চলমান সংঘাত নিয়ে মতবিনিময় করেছি।‘ ভারত আগেও জানিয়েছিল, তারা ইউক্রেন যুদ্ধের কোনো পক্ষ নিচ্ছে না।
এদিকে, সোমবার এসসিও শীর্ষ সম্মেলনে যোগ দিতে আসা রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন মোদি।
প্রদা/ডিও