বিশ্বের সবচেয়ে বড় চাল আমদানিকারক দেশ ফিলিপাইনে রফতানি বাড়াতে উদ্যোগ নিয়েছে ভারত।
বিশ্বের সবচেয়ে বড় চাল আমদানিকারক দেশ ফিলিপাইনে রফতানি বাড়াতে উদ্যোগ নিয়েছে ভারত। এ লক্ষ্যে দেশটির শীর্ষ রফতানিকারকদের একটি প্রতিনিধি দল আগামী সেপ্টেম্বরের প্রথম দিকে ফিলিপাইন সফর করবে। ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। খবর দ্য হিন্দু বিজনেস লাইন।
ফিলিপাইন ভারতের জন্য কৃষিপণ্য রফতানির একটি গুরুত্বপূর্ণ বাজার। ২০২৪ সালে ফিলিপাইন প্রায় ২ হাজার কোটি ডলারের কৃষিপণ্য আমদানি করেছে। এর মধ্যে প্রধান আমদানিপণ্য ছিল আধা মাড়াই করা চাল, গম ও মেসলিন (গম ও রাইয়ের মিশ্রণ), তেলবীজের খৈল, বিভিন্ন খাদ্যপণ্য এবং পাম অয়েল। এ সময় ফিলিপাইনে ভারতের কৃষিপণ্য রফতানির পরিমাণ দাঁড়ায় ৪১ কোটি ৩০ লাখ ডলারে। এটি ফিলিপাইনের মোট কৃষিপণ্য আমদানির মাত্র ২ শতাংশ।
ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা বলেন, ‘ফিলিপাইন ২০২৪ সালে ২৫২ কোটি ডলারের চাল আমদানি করেছে, যা বিশ্বে সর্বাধিক। অথচ বিশ্বের সবচেয়ে বড় চাল রফতানিকারক দেশ ভারত এ সময় ফিলিপাইনে রফতানি করেছে মাত্র ৪ কোটি ৮৯ লাখ ১০ হাজার ডলারের চাল। ফলে ফিলিপাইনে ভারতের চাল রফতানি বাড়ানোর বিশাল সম্ভাবনা আছে।’
এ সম্ভাবনাকে কাজে লাগাতে চাল ছাড়াও আলু-পেঁয়াজ, বাদাম ও মাংস রফতানির সুযোগ অনুসন্ধান করবে ভারতীয় প্রতিনিধি দল। অন্যদিকে ভারত আগামী ৩০-৩১ অক্টোবর প্রথমবারের মতো আয়োজন করতে যাচ্ছে ইন্টারন্যাশনাল রাইস কনফারেন্স। এতে ফিলিপাইনের খাদ্য আমদানিকারকদের একটি দল অংশ নেয়ার কথা রয়েছে। এর আগে ২৫-২৮ সেপ্টেম্বর ভারতে অনুষ্ঠেয় খাদ্যপণ্য বাণিজ্য মেলা ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়ায়ও অংশ নেয়ার কথা রয়েছে তাদের।