অটোডিজেবল সিরিঞ্জ (একবার ব্যবহারযোগ্য) বাংলাদেশে তৈরির ক্ষেত্রে ডব্লিউএইচওর লাইসেন্সপ্রাপ্ত একমাত্র কোম্পানি জেএমআই।
অটোডিজেবল সিরিঞ্জ (একবার ব্যবহারযোগ্য) বাংলাদেশে তৈরির ক্ষেত্রে ডব্লিউএইচওর লাইসেন্সপ্রাপ্ত একমাত্র কোম্পানি জেএমআই। গত ১৬ বছর যত ভ্যাকসিনেশন হয়েছে, একচেটিয়াভাবে সবগুলোর সাপ্লাই আমরা দিয়েছি। কভিডকালীন ৩০ কোটি সিরিঞ্জ সরকারকে সরবরাহ করেছি। কিন্তু সর্বশেষ তিন বছরে এক পিস সিরিঞ্জও আমাদের থেকে নেয়া হয়নি। বাইরে থেকে আমদানি করা হয়েছে। দেশের সাড়ে পাঁচ কোটি শিশুর ভ্যাক্সিনেশন আমার কোম্পানির মাধ্যমে হয়েছে। আমাদের মতো ব্যবসায়ীদের পাশে থাকুন। একজন আরেকজনকে শত্রু ভাবা বন্ধ করেন। না হয় ব্যবসায়ীরা এ দেশ থেকে চলে যাবে। তখন বলবেন, ব্যাংক থেকে হাজার কোটি টাকা মেরে দিয়ে পালিয়ে গেছে। আমাদের কষ্টটা বোঝার চেষ্টা করেন।
প্রদা/ডিও