এশিয়ার চালের বাজারে চলতি সপ্তাহে মিশ্র প্রবণতা দেখা গেছে।
এশিয়ার চালের বাজারে চলতি সপ্তাহে মিশ্র প্রবণতা দেখা গেছে। এ সময় ভিয়েতনামে খাদ্যশস্যটির রফতানিমূল্য আট মাসের মধ্যে সর্বোচ্চে পৌঁছেছে। ভারতে চলতি সপ্তাহে চালের বাজারদরে তেমন কোনো পরিবর্তন হয়নি। তবে অতিরিক্ত মজুদের কারণে থাইল্যান্ডে দাম কিছুটা কমে এসেছে। খবর বিজনেস রেকর্ডার।
ভিয়েতনামে গত বৃহস্পতিবার ৫ শতাংশ খুদযুক্ত চাল টনপ্রতি ৪৫৫-৪৬০ ডলার দরে বেচাকেনা হয়েছে, যা চলতি বছরের জানুয়ারির শুরুর পর সর্বোচ্চ। ভিয়েতনাম ফুড অ্যাসোসিয়েশন জানিয়েছে, সরবরাহ সীমিত হলেও চাহিদা স্থিতিশীল রয়েছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে ফিলিপাইন ৬০ দিনের জন্য চাল আমদানি স্থগিত করবে। এর আগেই বাজারে চালের দামের ঊর্ধ্বগতি তৈরি হয়েছে। তবে ফিলিপাইনের সিদ্ধান্ত নিয়ে ভিয়েতনাম ফুড অ্যাসোসিয়েশনের কোনো আপত্তি নেই বলে জানানো হয়েছে। সংগঠনটি রফতানিকারকদের টেকসই রফতানি কার্যক্রম নিশ্চিত করতে আগাম পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছে।
চলতি সপ্তাহে ভারতের ৫ শতাংশ খুদযুক্ত সেদ্ধ চাল টনপ্রতি ৩৭১-৩৭৬ ডলারে স্থিতিশীল ছিল। এ সময় দেশটির ৫ শতাংশ খুদযুক্ত আতপ চালের দাম ছিল টনপ্রতি ৩৬৩-৩৬৯ ডলার। মুম্বাইভিত্তিক এক ব্যবসায়ী জানান, দাম উল্লেখযোগ্য কমে যাওয়ায় বিদেশী ক্রেতারা চালের ক্রয় বাড়াচ্ছেন।
অন্যদিকে থাইল্যান্ডের ৫ শতাংশ খুদযুক্ত চালের দাম টনপ্রতি ৩৫৫ ডলারে নেমে এসেছে, এক সপ্তাহ আগে যা ছিল ৩৬৫-৩৭০ ডলার। অতিরিক্ত সরবরাহের কারণে এ দরপতন হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
ব্যাংককভিত্তিক এক ব্যবসায়ী জানান, ভারত আরো দুই কোটি টন চাল বাজারে ছাড়তে পারে। এ কারণে অনেক ক্রেতা পরবর্তী সময়ে ক্রয়ের অপেক্ষায় আছেন।
তিনি আরো জানান, অনেক দেশেই পর্যাপ্ত সরবরাহ আছে। কিন্তু চাহিদা একই আছে। গ্রাহকরা কেবল প্রয়োজন অনুযায়ী কিনছেন।’
এদিকে থাইল্যান্ডের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছর দেশটি ৭৫ লাখ টন চাল রফতানির লক্ষ্য পূরণে কাজ করছে।
প্রদা/ডিও