মার্কিন শুল্কে বড় ধরনের চাপের মুখে পড়েছে ভারতের তৈরি পোশাক খাত।
মার্কিন শুল্কে বড় ধরনের চাপের মুখে পড়েছে ভারতের তৈরি পোশাক খাত। দেশটির পোশাক শিল্পের সহায়তায় আমদানীকৃত তুলার ওপর শুল্কমুক্ত সুবিধার মেয়াদ আরো তিন মাস বাড়িয়েছে ভারত। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত এ সুবিধা বহাল থাকবে। খবর রয়টার্স।
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তুলা উৎপাদনকারী দেশ ভারত। গত জুনে তুলা আমদানিতে ১১ শতাংশ শুল্ক প্রত্যাহার করে সেপ্টেম্বর পর্যন্ত শুল্কমুক্ত সুবিধা দেয়া হয়েছিল দেশটিতে।
যুক্তরাষ্ট্রে ভারতীয় পোশাক ও গহনা আমদানিতে ৫০ শতাংশ শুল্ক কার্যকর হয়েছে গত বুধবার। ডোনাল্ড ট্রাম্পের এ সিদ্ধান্তে ভারতীয় রফতানি খাত, বিশেষ করে পোশাক শিল্প বড় ধরনের চাপের মুখে পড়েছে। ২০২৪ সালে ভারত থেকে প্রায় ২ হাজার ২০০ কোটি ডলারের পোশাক ও গহনা আমদানি করেছিল যুক্তরাষ্ট্র। বর্তমানে দেশটির পোশাক বাজারে ভারতের হিস্যা ৫ দশমিক ৮ শতাংশ।
ভারতের কটন অ্যাসোসিয়েশনের সভাপতি অতুল গণাত্রা বলেন, ‘শুল্কমুক্ত সুবিধা অব্যাহত থাকায় এ বছর তুলা আমদানি রেকর্ড ৪২ লাখ বেল ছাড়াতে পারে। আগামী বছরের প্রথম প্রান্তিকেও আমদানি ঊর্ধ্বমুখী ধারা বজায় রাখবে।’
প্রদা/ডিও