বৈদেশিক ঋণের অর্থছাড়ের তুলনায় দ্বিগুণের বেশি পরিশোধ করে নতুন অর্থবছরের যাত্রা শুরু করেছে সরকার।
অর্থবছরের শুরুতে যেখানে বৈদেশিক ঋণ ছাড় হয়েছে ২০২.৪৪ মিলিয়ন ডলার, সেখানে একই সময়ে আগের ঋণের আসল ও সুদ পরিশোধ করা হয়েছে ৪৪৬.৬৮ মিলিয়ন ডলার।
বুধবার (২৮ আগস্ট) প্রকাশিত অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
অর্থবছরের শেষে বৈদেশিক ঋণের পরিশোধ প্রায় ৫ বিলিয়ন ডলারের কাছাকাছি পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে।
ইআরডির কর্মকর্তারা জানান, ‘বাংলাদেশ বিগত সময়ে অনেক বড় বড় ঋণ নিয়েছে। এর অনেক ঋণের শর্ত কঠিন ছিল। পরিশোধের সময় কম, আবার সুদহারও বেশি। এর মধ্যে বেশ কিছু ঋণের গ্রেস পিরিয়ড শেষ হয়ে গেছে। এ কারণে ঋণ পরিশোধ বেড়েছে। এবং আগামীতে ক্রমান্বয়ে আরও বেড়ে যাবে।
গত অর্থবছরে বাংলাদেশ বৈদেশিক ঋণের আসল ও সুদ মিলিয়ে ৪.০৮৬ বিলিয়ন ডলার পরিশোধ করেছিল।
প্রদা/ডিও